CDS on New Disability Pension: সেনায় বিশেষভাবে সক্ষমদের পেনশনের নয়া নিয়ম ঘিরে বিতর্ক, তারই মাঝে মুখ খুললেন CDS Updated: 07 Oct 2023, 09:38 AM IST Abhijit Chowdhury সেনায় বিশেষভাবে সক্ষমদের জন্য পেনশনের নয়া নিয়ম ঘিরে বিতর্ক ও প্রতিবাদের মাঝেই এই নিয়ে মুখ খুললেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। তিন বাহিনীর মাথায় থাকা অনিল চৌহানের দাবি, দেশের জন্য যারা অক্ষম হয়েছেন, তাঁদের বৈধ স্বার্থ রক্ষা হবে নয়া নিয়মে।