Changes From 1st July: উপহারে TDS, আধার-PAN লিঙ্কে জরিমানা, আজ থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জানুন বিশদ Updated: 01 Jul 2022, 07:53 AM IST Abhijit Chowdhury Changes From 1st July: আজ ১ জুলাই থেকে দেশে আর্থিক লেনদেন এবং অনলাইন পেমেন্ট সম্পর্কিত অনেক নিয়ম পরিবর্তন হবে। এছাড়াও অনেক পণ্য ব্যয়বহুল হয়ে উঠবে। এই নিয়মগুলি কার্যকর করার জেরে বোঝা পড়বে আপনার পকেটেও। আসুন জেনে নেই এই পরিবর্তনগুলো সম্পর্কে।