রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন,দেশের প্রতিরক্ষা বিষয়ক রপ্তানি 'ছয় গুণ বেড়েছে…'। তিনি বলেন, এটি নরেন্দ্র মোদী সরকারের ‘উদ্যোগের ফল’।উল্লেখ্য, মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করছেন অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট। বুধবার তিনি পেশ করতে চলেছেন ২০২৩ বাজেট। তার আগে এদিন ঠিল সংসদের যৌথন অধিবেশন। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী তুলে ধরেন নরেন্দ্র মোদী সরকারের অধীনে সাফল্যের নানান খতিয়ান।