Pet Maintenance Fee: বাড়িতে পোষ্য থাকলে এই আবাসনে দিতে হচ্ছে ১০ হাজার টাকার 'রক্ষণাবেক্ষণ চার্জ'! Updated: 03 Nov 2023, 06:19 PM IST Sritama Mitra বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির ওই আবাসনের আর ডাব্লিইউএ-র তরফ থেকে তাঁর বাসিন্দাদের মধ্যে যাঁরা পোষ্যের অভিভাবক তাঁদের ১০ হাজার টাকা পোষ্য রক্ষণাবেক্ষণ বাবদ জমা দিতে বলেছে।