DA Hiked by State Government: ডিএ চমক রাজ্যের, শতাধিক কোটি ব্যয়ে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী
Updated: 13 Mar 2024, 07:36 AM IST Abhijit Chowdhury 13 Mar 2024 7th pay commission, dearness allowance, arunachal pradesh, 7th pay commission da, da hike, ডিএ বৃদ্ধি, salary of state government employees, state government employees, রাজ্য সরকারি কর্মী, রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি, রাজ্য সরকারি কর্মীদের বেতন, মহার্ঘ ভাতা, ডিএ আপডেট, সপ্তম বেতন কমিশন, অরুণাচল প্রদেশকেন্দ্রীয় সরকার কয়েকদিন আগেই ডিএ বাড়িয়েছে সরকারি কর্মচারীদের জন্য। এই আবহে কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে বিভিন্ন রাজ্যের ডিএ-র ফারাক বেড়েছে। বাংলার মতো রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় কর্মীদের ডিএ-র ফারাক তো আরও বেড়ে গিয়েছে। এই আবহে ভোটের আগে এই রাজ্যের তরফ থেকে বড় পদক্ষেপ করা হল।
পরবর্তী ফটো গ্যালারি