বকেয়া ডিএ না পেলে পঞ্চায়েত নির্বাচনে কাজ না করার হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এই নিয়ে মঙ্গলবারই নবান্ন ও নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা ছিল তাদের। মঙ্গলবার অবশ্য সরকারি ছুটি থাকায় সেই চিঠি দেওয়া হয়নি। তবে ডিএ আদায়ের জন্য এবার সরকারের ওপর রাজনৈতিক ভাবেও চাপ সৃষ্টি করছে সরকারি কর্মীরা।