Black Magic on Maldives Prez Muizzu: প্রেসিডেন্ট মুইজ্জুর ওপর 'কালো জাদু' করার অভিযোগে গ্রেফতার মলদ্বীপের ২ মন্ত্রী!
Updated: 28 Jun 2024, 08:49 AM ISTদেশের প্রেসিডেন্টের ওপরেই কালো জাদু করার অভিযোগ মলদ্বীপের দুই মন্ত্রীর বিরুদ্ধে। মহম্মদ মুইজ্জুর দীর্ঘদিনের দুই রাজনৈতিক সঙ্গীকে এই আবহে গ্রেফতার করা হয়েছে। মলদ্বীপ সরকার বা প্রেসিডেন্টের কার্যালয়, কেউই অবশ্য এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
পরবর্তী ফটো গ্যালারি