এক সপ্তাহ আগে মুম্বইয়ে চিকেন শাওয়ারমা খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ১২ জন। আর এবার চিকেন শাওয়ারমা খেতেই ঘটল বিপত্তি। মৃত হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ট্রম্বে থানা এলাকায়। এই ঘটনার অভিযোগে পুলিশ ওই দোকানের দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি এই ঘটনায় পুর হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: কর্ণাটকের মন্দিরে প্রসাদ খেতেই বমি, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫ জন, মৃত ১
জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রথমেশ ভোকসে। ঘটনার সূত্রপাত গত ৪ মে। তিনি এলাকারই একটি খাবারের দোকান থেকে চিকেন শাওয়ারমা কিনেছিলেন। সেটি খাওয়ার পরেই ঘটে বিপত্তি। বাড়ি ফেরার পর তিনি প্রচন্ড পেট ব্যথা অনুভব করেন। সেই সঙ্গে বমি হয়। ঘটনায় তাকে নিকটবর্তী পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানে তাকে চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
তাতেও সমস্যার সমাধান হয়নি। বাড়ি ফেরার পর আবার অসুস্থ হয়ে পড়েন যুবক। ঘটনায় পরিবারের সদস্যরা তাকে আবার পুর হাসপাতাল নিয়ে যান। তখনও চিকিৎসকরা তাকে পরীক্ষার পর খতিয়ে দেখে বাড়ি পাঠিয়ে দেন। তবে সমস্যার সমাধান হয়নি। পরের দিন যুবকের অবস্থা আরও গুরুতর হয়ে ওঠে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করার পর হাসপাতালে ভরতি করেন।