Traffic Jam: যানজট কমানোর আইডিয়া দিলেই মিলবে ১৬ লাখ, রাস্তা খুঁজছে ওই শহর Updated: 16 Mar 2025, 02:28 PM IST Satyen Pal যানজট আছে দুবাইতেও। আর সেই দুবাইয়ের যানজট মোকাবিলার ক্ষেত্রে কী করণীয় তা নিয়ে আইডিয়া দিলেই মিলবে ১৬ লাখ টাকার বৃত্তি। তবে কারা এই বৃত্তি পাওয়ার যোগ্য সেটাও উল্লেখ করা হয়েছে।