
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সদ্য ইরানের বুক থেকে ফের এক ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) হয়েছে ভাইরাল। ভিডিয়োর কেন্দ্রতে রয়েছেন এক মহিলা। বিভিন্ন মিডিয়া রিপোর্টের দাবি, ইরানে মহিলাদের ওপর পোশাক নিয়ে যে ফতোয়া রয়েছে, তার প্রতিবাদ করেই ওই মহিলা ইরানের শহর মাশাদের রাস্তায় নগ্ন অবস্থায় চলে আসেন।
ঘটনা ইরানের দ্বিতীয় সবচেয়ে বড় শহর মশাদের। সেখানে দেখা যায়, খোলা রাস্তায় এক মহিলা নগ্ন অবস্থায় পুলিশের গাড়ির সামনে আসেন। তারপর সেই গাড়ির বনেটে চড়ে পড়েন তিনি। ‘ ইউরো নিউজ’র যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ওই মহিলা নগ্ন অবস্থায় পুলিশের গাড়ির বনেটে চড়ে কিছু একটা বলছিলেন। তবে তা ভিডিয়োয় শোনা যায়নি। এরপর মেজাজ নিয়ে তিনি গাড়ির মাথায় চড়ে বসেন। শূ্ন্যে হাত ছুড়ে দিয়ে তিনি তখনও কিছু একটা বলেন। ততক্ষণে আশপাশে পুলিশের কর্মীদের দেখা গিয়েছে। তবে ভিডিয়োয় যা দেখা গিয়েছে, তাতে কোনও পুলিশ কর্মীই ওই মহিলার কাছে আসতে চাননি। এই গোটা ঘটনা এখানেই শেষ নয়।
ইরানের স্থানীয় মিডিয়ার দাবি, এই ভিডিয়ো নিয়ে মহিলার স্বামী মুখ খুলেছেন। তিনি বলেন, তাঁর স্ত্রী একটি বিশেষ চিকিৎসার অধীনে রয়েছেন। এমনই খবর বেরিয়ে এসেছে সংবাদমাধ্যম ‘দ্য সান’র প্রতিবেদনে। তবে মনে করা হচ্ছে, ইরান সরকার সেদেশে মহিলাদের পোশাক নিয়ে যে কঠোর বিধি আরোপ করেছে, তারই প্রতিবাদে এমন ঘটনা। উল্লেখ্য, গত ডিসেম্বরেই ইরানে একটি আইনে মহিলাদের চুল, হাত ও পা দেখানো নিয়ে কঠোর বিধি আরোপের ঘোষণা হয়। এদিকে, ইরানে মহিলাদের পোশাক ইস্যুকে ঘিরে দিকে দিকে নানান প্রতিবাদ হয়েছে।
সদ্য তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে এক মৌলবীর পাগড়ি খুলে নিয়ে এক মহিলা নিজের মাথায় তা হিজাব হিসাবে পরিধান করতে দেখা যায়। যে ঘটনার আগে, সেই মহিলাকে হিজাব না পরার জন্য ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। গোটা ঘটনা ভিডিয়োয় (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ধরা পড়েছে। আর সেই ভিডিয়োও ব্যাপক ভাইরাল হয়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports