সংশোধিত ওয়াকফ আইনের সাংবিধানিকতা নিয়ে আজ শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে। উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইন নিয়ে তোলপাড় শুরু হয়েছে বাংলায়। দেশের অন্যান্য সব রাজ্যেও বিক্ষিপ্ত প্রতিবাদ দেখা গিয়েছে এই নতুন আইনের বিরুদ্ধে। এরই মধ্যে সুপ্রিম কোর্টে এই আইনের বিরুদ্ধে মামলা করেছেন একাধিক বিরোধী নেতা। সেই সব আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শীর্ষ আদালতে শুনানি হওয়ার কথা। এদিকে ওয়াকফ হিংসার জেরে বাংলার মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং তাঁর পুত্র চন্দন দাসের হত্যার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে হিন্দু শহিদ দিবস পালনের ডাক দিয়েছে বিজেপি। (আরও পড়ুন: 'ওদের পিছনে সময় নষ্টের কোনও মানে হয় না', পাকিস্তানকে তুচ্ছতাচ্ছিল্য জয়শংকরের)