Vivo officials given Bail: 'বেআইনি হেফাজত', ইডির হাতে ধৃত ৩ ভিভো কর্তাকে জামিন দিল দিল্লির আদালত
1 মিনিটে পড়ুন Updated: 31 Dec 2023, 03:22 PM ISTচিনা নাগরিক এবং ভিভো-ইন্ডিয়ার অন্তর্বর্তী সিইও হং জুকুয়ান ওরফে টেরি, চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) হরিন্দর দাহিয়া এবং পরামর্শক হেমন্ত মুঞ্জালকে গ্রেফতার করা হয়েছিল কয়েকদিন আগে। এই তিনজনকেই দেওয়া হল জামিন। তবে এই তিনজনকেই রোজ ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।
ভিভো-ইন্ডিয়ার অন্তর্বর্তী সিইও হং জুকুয়ান ওরফে টেরি