১৯৫২ সালের পরে সবচেয়ে বড় ভূমিকম্প। বুধবার সকালে রিখটার স্কেলের ৮.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার পূর্ব উপকূলবর্তী কামচাটকা প্রদেশ এবং সংলগ্ন জাপান। প্রায় ১৩ ফুট উঁচু সুনামি আছড়ে পড়ে উপকূলেও। রাশিয়ায় কামচাটকা, সেরগেই লেবেডেব ইত্যাদি এলাকায় সুনামির ঢেউয়ের উচ্চতা ছিল ১০-১৩ ফুট। এরমধ্যেই ভূমিকম্পের পর একের পর এক বাড়ির বিপজ্জনক ভাবে দুলতে থাকার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োগুলি।কোথাও দেখা যাচ্ছে থরথর করে কাঁপছে গোটা ঘরদোর, তো কোনও ভিডিয়োতে দেখা যাচ্ছে যে আয়না ভেঙে খানখান হয়ে যাচ্ছে।
জানা গেছে, বুধবারের ভূমিকম্পের কেন্দ্র ছিল পেত্রোপাভলভস্ক-কামচাৎস্কি এলাকা থেকে ১৩৩ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে ভূপৃষ্ঠ থেকে ৭৪ কিলোমিটার গভীরে। আভাচা বে নামের এক শহরে। এই ভূমিকম্পকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক ১০ ভূমিকম্পের একটি বলে মনে করা হচ্ছে। ২০১২ সালের পরে সবচেয়ে বড় এবং ভয়ানক ভূমিকম্প। ১৯৫২ সালের পরে রাশিয়ার এই এলাকায় এত বড় ভূমিকম্প আর হয়নি।এই আবহে ছবি এবং ভিডিয়োতে দেখা গিয়েছে যে কামচাটকা অঞ্চলে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সুনামি আঘাত করছে। বেড়ে গিয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং উপকূলের কাছাকাছি শহরগুলির বাড়িতেও ঢুকে গিয়েছে সমুদ্রের জল।উপদ্বীপের দক্ষিণে অবস্থিত একটি ছোট শহর সেভেরো-কুরিলস্কে, সুনামির হুমকির কারণে কর্মকর্তারা লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন-'কীভাবে ঘটল?' পহেলগাঁওকাণ্ড নিয়ে মোদী-শাহকে প্রশ্নবাণ প্রিয়াঙ্কার
তারমধ্যে কয়েকটি ভিডিয়োতে দেখা গিয়েছে, কামচাটকা উপদ্বীপে ভূমিকম্প আঘাত হানার পর উপকূলবর্তী এলাকার বাড়িঘর কী ভাবে কম্পনের কারণে দুলছে। আবার কোনও কোনও ভিডিয়োতে দেখা গিয়েছে, ভূমিকম্পের সময় বেশ কয়েকটি বাড়ির আসবাবপত্র থরথর কাঁপছে। মেঝেতে পড়ে তছনছ হয়ে যাচ্ছে। তবে এখনও পর্যন্ত ভূমিকম্পে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।ভিডিয়োগুলি পোস্ট করা হয়েছে রাশিয়ার বিভিন্ন এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই সব ভিডিয়ো দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন।এদিকে, মার্কিন কর্তৃপক্ষ আলাস্কার কিছু অংশের জন্য সুনামির সতর্কতা জারি করেছে।হাওয়াইয়ে বসবাসকারীদের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কা ও প্রশান্ত মহাসাগর উপকূলেও সতর্কতা জারির কথা বলেছেন তিনি। জাপানে, আবহাওয়া সংস্থা সুনামির সতর্কতা বাড়িয়ে জানিয়েছে, তিন মিটার (প্রায় ১০ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।জাপান আবহাওয়া সংস্থার মতে, স্থানীয় সময় সকাল ১০:০০ টা থেকে ১১:৩০ টা পর্যন্ত দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই ঢেউগুলি আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন-'কীভাবে ঘটল?' পহেলগাঁওকাণ্ড নিয়ে মোদী-শাহকে প্রশ্নবাণ প্রিয়াঙ্কার
কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদেব সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় বলেন, 'দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।' তবে তীব্র এই ভূমিকম্পে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।রাশিয়ার সাখালিনের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানিয়েছেন, 'তিনটি শক্তিশালী সুনামি ঢেউ আছড়ে পড়েছে, যার মধ্যে শেষটি সবচেয়ে মারাত্মক।' বন্দরে থাকা জাহাজগুলি ছিঁড়ে ভেসে গেছে প্রণালীতে।সিসমোলজিস্টরা বলছেন, ভূমিকম্পের সময়ে সমুদ্রতলের যে অংশে ফাটল তৈরি হয়েছিল, সেখান থেকে জলের চাপ এক নির্দিষ্ট দিকে ছুটে যায়, যাকে বলে ‘ডাইরেকশনাল এনার্জি ওয়েভ’। এবার সেই চাপ ছুটেছে মূলত হাওয়াই ও দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। ফলে জাপানের তুলনায় এই দূরবর্তী অঞ্চলেই ঢেউয়ের উচ্চতা বেশি হবে বলে আশঙ্কা।