পহেলগাঁও ব্যর্থতার দায় কার? সংসদে দাঁড়িয়ে এমনই প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা।মঙ্গলবার অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় বিশেষ বিতর্কে অংশ নিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দাগেন।একই সঙ্গে পহেলগাঁওয়ে ২৬ জনের মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ি করলেন তিনি।
মঙ্গলবার বৈসারনের শহিদদের স্মরণ করে বক্তব্য শুরু করেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। দেশের তিন বাহিনীর সেনার অবদানের কথা মনে করিয়ে দেন। তারপরই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, 'গতকাল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বললেন, শাসক দলের আরও কয়েকজন মন্ত্রীও বলেছেন ৷ প্রতিরক্ষা মন্ত্রী এক ঘণ্টা ধরে দীর্ঘ ভাষণ দিলেন ৷ তাঁর ভাষণ শুনতে শুনতে আমার একটা খটকা লাগছিল ৷ আজ শাসক দলের দ্বিতীয় ভাষণ শুনেও ওই কথাটি আমার মনে হচ্ছিল ৷ তাঁরা অপারেশন সিঁদুরের কথা বললেন, সন্ত্রাসবাদের কথা বললেন, দেশের নিরাপত্তার কথা বললেন, ইতিহাসের পাঠও দিলেন, কিন্তু একটি কথা কেউ বলনেন না ৷ ওই দিন ২২ এপ্রিল, ২৬ জনকে তাঁদের পরিবারের সামনে প্রকাশ্যে হত্যা করা হল ৷ এই হামলা কেন হল? কীভাবে হল?'
আরও পড়ুন-ভারতে বন্ধ হবে ম্যাকডোনাল্ডস? লোকসভায় কংগ্রেস সাংসদের বিশেষ বার্তা
এরপরেই সরাসরি প্রধানমন্ত্রীকে তোপ দেগে প্রিয়াঙ্কা বলেন, 'প্রধানমন্ত্রীও বেশ কয়েকটি বক্তৃতা দিয়েছেন, নাগরিকদের কাশ্মীর ভ্রমণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি প্রায়শই ফোন করে লোকেদের সেখানে জমি কিনতে বলেছি। তিনি দাবি করেন যে ওই অঞ্চলে শান্তি এবং নিরাপদ পরিবেশ রয়েছে।' তিনি আরও বলেন, বৈসরণের পথ সহজ নয়। সেখানে পৌঁছনোর জন্য মানুষকে ঘোড়ায় চড়তে হয়। সে দিন অনেক পরিবার এসেছিল। শুভম দ্বিবেদী তার স্ত্রীর সঙ্গে চা খাচ্ছিলেন, যখন চার সন্ত্রাসী তার স্ত্রীর সামনে গুলি চালিয়ে তাকে হত্যা করে... যদিও ২৬ জনকে বেছে বেছে হত্যা করা হয়েছিল, সেখানে কোনও নিরাপত্তা বাহিনী উপস্থিত ছিল না।'
আরও পড়ুন-ভারতে বন্ধ হবে ম্যাকডোনাল্ডস? লোকসভায় কংগ্রেস সাংসদের বিশেষ বার্তা
এদিন দেশের গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, যারা হামলা চালাল তারা অনেকদিন ধরে সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল। অথচ সরকার তাদের উপর নজর রাখেনি। তাঁর কথায়, 'ওই জঙ্গিরা আগেও হামলা চালিয়েছে। সেনা ও পুলিশ অফিসারকে মেরেছে তারা। তাহলে সরকার তাদের উপর নজরদারি কেন রাখছিল না? আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেগুলো কী করছিল? এই গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান অমিত শাহ। তাঁর তো ঘটনায় দায় নিয়ে পদত্যাগ দেওয়ার কথা। দিলেন না তো? এমনকী দায়ভারও নিলেন না।' তারপরই প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'দেশের সেনার প্রতি আমাদের গর্ব রয়েছে। তবে অপারেশন সিঁদুরের ক্রেডিট তো প্রধানমন্ত্রী নিতে চান। তাতে আমাদের আপত্তি নেই। তবে শ্রেয় না নিয়ে দায়িত্বও নিতে হয়। দেশের ইতিহাসে এই প্রথমবার হল যে যুদ্ধ চলতে চলতে আচমকা বন্ধ হয়ে গেল। আর তার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। আমাদের দেশের প্রধানমন্ত্রী যে দায়িত্বজ্ঞানহীন, তারই প্রমাণ করে।'