ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে ঘিরে বিতর্ক তুঙ্গে। এই আবহে ‘অপারেশন সিদুঁর’ নিয়ে লোকসভায় আলোচনার সময় কংগ্রেস সাংসদ দীপেন্দ্র হুডা দাবি তুলেছে, 'ডোনাল্ডকে চুপ করাও, না হলে ভারতে ম্যাকডোনাল্ডস বন্ধ করো।' আর তাঁর এই মন্তব্যে হইচই পড়ে যায় সংসদে। তবে হুডা পরে স্পষ্ট করে বলেন, ব্যবসা ও সম্মান একসঙ্গে চলতে পারে না।
আরও পড়ুন-'বিশ্বের সঙ্গে ভারতের বৈজ্ঞানিক...,' 'নিসার' উৎক্ষেপণের আগে বিশেষ বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর
এর আগে একাধিকবার বাণিজ্য বন্ধের হুমকির বিনিময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিলেন বলে দাবি তোলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের দাবি বারবার নস্যাৎ করেছে ভারত। এই পরিস্থিতিতে লোকসভায় দীপেন্দ্র হুডা বলেন, 'মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করছেন, তিনিই ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘটিয়েছেন। অথচ বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পরিস্কার বলেছেন, ভারত নয় বরং পাকিস্তানই শান্তির প্রস্তাব নিয়ে আসে। তিনি আরও বলেন, 'ভারত এখন আর কোন ছোট রাষ্ট্র নয়, আমাদেরকে পাকিস্তানের সঙ্গে এক পাল্লায় মাপা যায় না। তাঁর কথায়, কেন্দ্রের সামনে একটা বিকল্প আছে, হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলুক এবং নিশ্চিত করুক যে ট্রাম্প মিথ্যা দাবি করছেন না, নয়তো ভারতে ম্যাকডোনাল্ডস বন্ধ করে দেওয়া হোক। ব্যবসা ও সম্মান একসঙ্গে চলতে পারে না।
আরও পড়ুন-'বিশ্বের সঙ্গে ভারতের বৈজ্ঞানিক...,' 'নিসার' উৎক্ষেপণের আগে বিশেষ বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর
অন্যদিকে, বিজেপি হুডার বক্তব্যকে তুলে ধরে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে হুডার বক্তব্যের সময় হাসতে দেখা গিয়েছে। বিজেপির এক্স পোস্টে বলা হয়েছে, 'বক্তব্য এমন হাস্যকর, যে নিজের দলের নেত্রীও হাসলেন।' তবে হুডা তার অবস্থানে অনড়। তিনি এক্স পোস্টে লেখেন, 'যখন আমি সংসদে এই বক্তব্য রাখছিলাম, তখনই ট্রাম্প ফের বলেছিলেন তিনি বাণিজ্য চাপে ভারতকে যুদ্ধবিরতিতে রাজি করান। এটা বরদাস্ত করা যায় না। ভালোবাসা ও ব্যবসা একমুখী হতে পারে না। ভারতের বাজারের শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দিতে হবে।'