একাধিকবার ভারতের ওপরে প্রতিশোধমূলত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক ইস্যুতে ভারতকে তুলোধনা করতেও ছাড়েননি তিনি। তবে মুখে বললেও এখনও পর্যন্ত ভারতের ওপর নাকি প্রতিশোধমূলত শুল্ক আরোপ করেননি ট্রাম্প। আজ সংসদে এমনই জানালেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'আমেরিকার সঙ্গে এই বিষয়ে ভারত কথাবার্তা চালাচ্ছে। পারস্পরিক ভাবে বাণিজ্যিক সম্পর্ক আরও পোক্ত করতে এবং বৃদ্ধি করতে করতে সমঝোতার চেষ্টা চালানো হচ্ছে। উভয় দেশই আলোচনা জারি রেখেছে। এখনও পর্যন্ত ভারতের উপর আমেরিকা পাল্টা শুল্ক আরোপ করেনি।' (আরও পড়ুন: বাংলাদেশি উপদেষ্টার পদত্যাগের দাবিতে উত্তাল ঢাকা, জনতার হাতে মার খেল পুলিশ)
আরও পড়ুন: 'বসিরহাটের হিন্দুদের অবস্থা সিরিয়ার খ্রিস্টানদের মতো'
এর আগে লাগাতার ভারতীয় শুল্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এই সব মন্তব্য এমন এক সময় করছেন, যখন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল নিজে ওয়াশিংটন সফরে ছিলেন। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিকের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে কথাবার্তা বলছিলেন পীযূষ গোয়েল। এর আগে সম্প্রতি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময়ও ভারতের শুল্ক ইস্যু নিয়ে সরব হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড যেখানে চাইছেন যে কৃষি ক্ষেত্রে আমেরিকাকে যাতে ভারত তাদের বাজারে প্রবেশাধিকার দেয় এবং শুল্ক কমায়। সেখানে ট্রাম্প ভিনদেশ থেকে আসা কৃষিপণ্যকে 'নোংর' আখ্যা দিয়ে আক্রমণ শানিয়েছিলেন। (আরও পড়ুন: 'ভিডিয়ো করতে বলেন মা', বাংলাদেশে মেয়েকে ধর্ষণের অভিযোগে ধৃত সংখ্যালঘু প্রৌঢ়)
আরও পড়ুন: 'ভালো ভাবে ***', সংসদে 'মুখ ফসকে' এ কী বললেন খাড়গে! উত্তাল রাজ্যসভা
এদিকে সম্প্রতি আবার গাড়ি, সেমিকন্ডাক্টর, ফার্মা পণ্যের ওপর শুল্ক চাপার ঘোষণা করেছিলেন ট্রাম্প। এপ্রিল মাসের ২ তারিখেই সেই সব পারস্পরিক শুল্ক কার্যকর করতে পারে ট্রাম্পের সরকার। বিভিন্ন অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা যাতে আমেরিকায় গাড়ি তৈরি করতে শুরু করে, এর জন্যেই এই নয়া শুল্ক আরোপের পথে হাঁটা হবে বলে মনে করা হচ্ছে। এরই মাঝে অবশ্য তাঁর 'ডান হাত' ইলন মাস্ক ভারতে টেসলার কারখানা চালু করতে পারেন বলে শোনা যাচ্ছে। এর আগে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে 'প্রতিশোধমূলক শুল্ক' আরোপের ঘোষণা করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, চড়া শুল্কের কারণে ভারতে ব্যবসা করা অত্যন্ত কঠিন। সাধারণত বিশ্বের যে কোনও দেশের তুলনায় মার্কিন পণ্যের উপরে বেশি শুল্ক ধার্য করে ভারত। সেই পরিস্থিতিতে এবার থেকে ভারত মার্কিন পণ্যের উপরে যে হারে শুল্ক চাপাবে, সেই হারেই ভারতীয় পণ্যের উপরে শুল্ক ধার্য করা হবে। (আরও পড়ুন: ট্রাম্প-ইউনুস সম্পর্ককে 'মিষ্টি' করতে বার্তাবাহক হবেন ইলন মাস্ক?)