সম্প্রতি ভগবান হনুমানকে প্রথম মহাকাশচারী বলে দাবি করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তারপরেই বিজেপি নেতার মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে ওঠে। এই আবহে ‘পুষ্পক রথ’-কে প্রথম বিমান বলে দাবি করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এর আগেও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন পুষ্পক রথের উদাহরণ তুলে শিবরাজ দাবি করেছিলেন, বিজ্ঞানের উন্নতিতে পশ্চিমি দুনিয়ার চেয়ে ঢের বেশি এগিয়েছিল ভারত।
মঙ্গলবার ভোপালের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইসার)-এ বক্তৃতা দিতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, 'রাইট ভাইদের বিমান আবিষ্কার করার অনেক আগেই আমাদের কাছে পুষ্পক রথ ছিল। আজ আমাদের কাছে যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আছে, তা হাজার হাজার বছর ধরে আমাদের কাছে ছিল। আমরা মহাভারতে এই সব পড়েছি। আমাদের দেশের বিজ্ঞান ও প্রযুক্তি হাজার হাজার বছর আগে থেকেই বিকশিত হয়েছিল।' তবে ইতিহাসের পাঠ্যবই ভিন্ন কথা বলছে। মার্কিন বিজ্ঞানী অরভিল এবং উইলবার রাইট ১৯০৩ সালে উত্তর ক্যারোলিনার কিটি হকে প্রথম একটি মোটরচালিত বিমান উড়িয়েছিলেন। এর থেকেই আধুনিক বিমান চলাচলের সূচনা হয়।
আরও পড়ুন-সমুদ্রে শত্রুদের বিনাশ! আকাশে কুয়াশা ছড়িয়ে চোখে ধুলো দিয়ে ভাসবে উদয়গিরি-হিমগিরি যুদ্ধজাহাজ
রাজনীতিতে পৌরাণিক বিজ্ঞানের উল্লেখ নতুন নয়। এর আগেও শিবরাজ চৌহান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন বারবার ‘পুষ্পক বিমান’-এর প্রসঙ্গ টেনে ভারতের প্রাচীন প্রযুক্তিকে আধুনিক বিজ্ঞানের পূর্বসূরি হিসেবে দাবি করেছেন। অন্যদিকে, অনুরাগ ঠাকুরের সাম্প্রতিক মন্তব্য ঘিরে বিতর্ক অব্যাহত রয়েছে। ‘ন্যাশনাল স্পেস ডে’তে হিমাচল প্রদেশের এক স্কুলে পড়ুয়াদের প্রশ্ন করেছিলেন তিনি- 'প্রথম মহাকাশযাত্রী কে ছিলেন বলতে পারো?' কেউ উত্তর দেয় নিল আর্মস্ট্রং।এরপরেই বিজেপি নেতা বলেন, 'আমার তো মনে হয় হনুমানজি।' কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। প্রথম মহাকাশযাত্রী ছিলেন সোভিয়েত মহাকাশচারী ইউরি গাগারিন। তিনি ১৯৬১ সালের ১২ এপ্রিল ‘ভোস্তক ১’ মহাকাশযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। আর প্রথম চাঁদের মাটিতে পা রাখেন মার্কিন নভোচর নিল আর্মস্ট্রং ১৯৬৯ সালের ২০ জুলাই।
আরও পড়ুন-সমুদ্রে শত্রুদের বিনাশ! আকাশে কুয়াশা ছড়িয়ে চোখে ধুলো দিয়ে ভাসবে উদয়গিরি-হিমগিরি যুদ্ধজাহাজ
এদিকে, অনুরাগ ঠাকুরের মন্তব্য প্রকাশ্যে আসতেই কড়া সমালোচনা করেছেন ডিএমকে সাংসদ কানিমোঝি। এক্স পোস্টে তিনি বলেন, 'সংসদের একজন সদস্য এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যদি শিশুদের বলেন চাঁদে প্রথম পা রাখেন নিল আর্মস্ট্রং নয়, হনুমান- এটি অত্যন্ত উদ্বেগজনক। বিজ্ঞানকে পৌরাণিক কাহিনির সঙ্গে মিশিয়ে ছাত্রছাত্রীদের ভুল পথে চালিত করা সংবিধানে বর্ণিত বৈজ্ঞানিক চেতনার অপমান।'