Sushant Singh Rajput: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তে মহারাষ্ট্র পুলিশের বিশেষ তদন্তকারী দলের দাবি জানিয়েছে বিজেপি।উদ্ধব ঠাকরেকে নিশানা করে বিজেপি বিধায়ক রাম কদম বলেন, অভিনেতার মৃত্যুর ৬৮ দিন পর মামলা সিবিআইয়ের কাছে হস্তান্তর করা করে মহারাষ্ট্র পুলিশ।এমনকি এই মামলায় বিহার পুলিশকে তদন্ত করার অনুমতি দেওয়া হয়নি।
এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তে মহারাষ্ট্র পুলিশের বিশেষ তদন্তকারী দলের দাবি জানিয়েছে বিজেপি।২০২০ সালের ১৪ জুন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা দেশ। আগস্টে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এই মামলার তদন্তে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রেফতার করা হয় অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাইকেও। প্রায় পাঁচ বছর পর গত সপ্তাহে সেই মামলার অন্তিম রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।আর সেই রিপোর্টে দাবি করা হয়েছে, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। এমন কোনও প্রমাণ মেলেনি, যার ভিত্তিতে খুনের তত্ত্ব প্রতিষ্ঠা করা যায়। অন্যদিকে, সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ান মামলায় রিয়া চক্রবর্তী, আদিত্য ঠাকরে, ডিনো মরিয়া ও সুরজ পাঞ্চোলি-সহ বেশ কয়েকজনের নামে দায়ের হয়েছে এফআইআর।
এই আবহে মহারাষ্ট্র বিধানসভায় উদ্ধব ঠাকরেকে নিশানা করে বিজেপি বিধায়ক রাম কদম বলেন, অভিনেতার মৃত্যুর ৬৮ দিন পর মামলা সিবিআইয়ের কাছে হস্তান্তর করা করে মহারাষ্ট্র পুলিশ।এমনকি এই মামলায় বিহার পুলিশকে তদন্ত করার অনুমতি দেওয়া হয়নি। তিনি আরও বলেন, 'প্রমাণ নষ্ট করার পর সুশান্তের বাড়ি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছিল এবং আসবাবপত্র সরিয়ে ফেলা হয়েছিল। বাড়িটি রঙ করা হয়েছিল। তাই প্রমাণ নষ্ট করার জন্য এগুলো করা হয়েছিল কিনা তা তদন্ত করে দেখা উচিত।' কদম আরও দাবি করেন, অভিনেতার মৃত্যুর সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে। তাই সুশান্তের মৃত্যু মামলায় প্রমাণ নষ্টের ক্ষেত্রে তাঁর এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভূমিকা খতিয়ে দেখা উচিত।দিশা সালিয়ান গঠিত বিশেষ তদন্ত দল এখনও কাজ করছে। সিট-র উচিত দুটি মামলা একত্রিত করে তদন্ত শুরু করা। এরপর মহারাষ্ট্র সরকারের তরফ থেকে মন্ত্রী শম্ভুরাজ দেশাই বলেন, তিনি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে দোষীদের রেয়াত করা হবে না। দিশার বাবা সতীশ সালিয়ান পুলিশকে যে সমস্ত তথ্য দিয়েছেন, তা তদন্ত করবে সিট।
অন্যদিকে কংগ্রেস বিধায়ক নানা পাটোলে হতবাক হয়ে গিয়েছেন যে সংবিধানের ৭৫ বছর পূর্তির আলোচনা যখন বিধানসভায় চলছে, তখন কীভাবে এই ধরনের বিষয়গুলি উত্থাপন করা যেতে পারে।তিনি বলেন, বিধানসভার নির্ধারিত নিয়ম অনুসারে কাজ করা উচিত। পাশাপাশি শিবসেনা (ইউবিটি) বিধায়ক বরুণ সরদেশাই প্রশ্ন তুলেছেন, বিজেপি-এনসিপি-শিবসেনা জোট কি বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সংস্থা সিবিআইকে দুর্বল বলে মনে করছে? রাজ্য সরকারের সিবিআইকে চ্যালেঞ্জ করার কোনও ইচ্ছা নেই।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ জুন। মালাডের বহুতলের নিচে দিশার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ১৫ তলা থেকে ঝাঁপ দিয়েছিলেন দিশা, প্রাথমিক খবরে তাই উঠে আসে। সেই সময় পুলিশ অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট দায়ের করে ও মামলা শুরু হয়। ৬ দিন বাদেই মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে সেই মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও, পরবর্তীতে সেই মামলা গড়ায় সিবিআই অবধি। সম্প্রতি সিবিআই সুশান্ত সিং রাজপুতের মামলায় ক্লোজার দিয়েছে।