দৈনিক করোনাভাইরাসের আক্রান্তের নিরিখে নয়া রেকর্ড তৈরি তো হলই। একইসঙ্গে এই প্রথম ভারতে একদিনে করোনায় সংক্রমিতের সংখ্যা ২০,০০০ ছাড়াল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার সকাল আটটা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৫,৫৪৪। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ২০,৯০৩ জন নয়া করোনা আক্রান্তের হদিশ মিলেছে। যা একদিনে সর্বোচ্চ। তার আগের ২৪ ঘণ্টার (বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) থেকে শুক্রবার প্রায় ১,৮০০ জন বেশি করোনায় আক্রান্ত হয়েছেন।
দৈনিক আক্রান্তের সংখ্যা প্রথমবার ২০,০০০ ছাড়ানোয় যেমন উদ্বেগ বেড়েছে, তেমনই স্বস্তি এনেছে সুস্থ রোগীর সংখ্যা। রেকর্ড গড়ে এই প্রথম একদিনে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যাও ২০,০০০-এর গণ্ডি টপকে গিয়েছে। ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২০,০৩২ জন। ফলে স্বভাবতই দৈনিক আক্রান্ত এবং সুস্থ রোগীর মধ্যে ব্যবধান অনেকটা কমে গিয়েছে। বৃহস্পতিবারও সেই ব্যবধানটা ৭,০০০-৮,০০০-র আশপাশে ঘোরফেরা করছিল। একদিনে রেকর্ড বৃদ্ধির জেরে শুক্রবার সকাল আটটা পর্যন্ত দেশে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৯,৮৯১। অর্থাৎ সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬০.৭২ শতাংশ।
পাশাপাশি করোনায় মৃতের সংখ্যা ১৮,০০০-এর গণ্ডি টপকে গিয়েছে। কেন্দ্রের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, মোট ১৮,২১৩ জনের করোনায় মৃত্যু হয়েছে। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৭৯ জন।