আলাস্কায় শেষ হয়েছে বহু প্রতীক্ষিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক। এই বৈঠকে ইউক্রেনে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত হবে বলে আশা করেছিল গোটা বিশ্ব। কিন্তু পুতিন স্পষ্ট করে দিয়েছেন যে ইউক্রেনের উপরে হামলা চলবে এবং ট্রাম্প কোনও স্থায়ী মীমাংসা করতে ব্যর্থ হয়েছেন। এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভারত ও চিন।
আলাস্কার আলোচনা শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি রাশিয়া এবং তার বাণিজ্য অংশীদারদের উপর দ্বিতীয় নিষেধাজ্ঞার কথা এখনই বিবেচনা করছেন না। তবে, মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন যে, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তাঁকে বিষয়টি পুনর্বিবেচনা করতে হতে পারে।
ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আলাস্কা বৈঠক ভালো হয়েছে।' মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মাত্র কয়েকদিন আগেই রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন। মস্কোর সঙ্গে তেল বাণিজ্যে যুক্ত ভারত-সহ অন্যান্য দেশগুলির উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন। সেই প্রেসিডেন্টই এদিন বলেছেন, 'আমাকে দুই বা তিন সপ্তাহ বা তার কিছু বেশি সময়ের মধ্যে নিষেধাজ্ঞা সম্পর্কে ভাবতে হতে পারে, তবে আমাদের তাৎক্ষণিকভাবে এসব নিয়ে ভাবছি না।' ট্রাম্প আরও বলেন, 'আমি যদি এখনই দ্বিতীয় নিষেধাজ্ঞাগুলি চাপাই, তবে তা অনেক দেশের জন্যই ধ্বংসাত্মক হবে।'
সম্প্রতি ভারতীয় পণ্য আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরে ট্রাম্প রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখার জন্য ভারতের উপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। ফলে ভারতীয় আমদানির উপর সামগ্রিক শুল্ক দ্বিগুণ হয়ে দাঁড়ায় ৫০ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপে অস্বস্তি বাড়ে নয়া দিল্লির।
এর আগে রাশিয়ার তেল ক্রয়কারী দেশগুলিকে সতর্ক করে ট্রাম্প জানান, দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞাও আসতে চলেছে।আর রাশিয়ার তেলে কেনায় শীর্ষে রয়েছে ভারত এবং চিন।মার্কিন প্রেসিডেন্ট রাশিয়াকেও সতর্ক করেছিলেন। তবে, ভারত স্পষ্ট করে জানিয়েছে যে ট্রাম্পের হুমকির পরেও রাশিয়ার তেল আমদানিতে কোনও ছেদ পড়েনি।এর আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, আলাস্কা বৈঠক ফলপ্রসু না হলে অতিরিক্ত শুল্ক চাপতে পারে ভারতের ঘাড়ে। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ইতিমধ্যেই দ্বিতীয় দফার শুল্ক চাপানো হয়েছে। বৈঠকের ফল নির্ধারণ করবে এই শুল্কের পরিমাণ বাড়বে কিনা।
উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরে ওয়াশিংটনের সঙ্গের টানা আলোচনা চলছে নয়া দিল্লির। বারবার ব্যর্থ হয়েছে সমাধানের প্রয়াস। এই মাসের শুরুতে সাম্প্রতিকতম আলোচনাতেও পাওয়া যায়নি সমাধানের পথ। রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য এবং অন্যান্য প্রসঙ্গ তুলে এই আলোচনা বন্ধ করেছেন ট্রাম্প।