পশ্চিমবঙ্গে ডলফিনের সংখ্যা আগের চেয়ে অনেকটাই বেড়েছে। বর্তমানে বাংলার নদীতে ডলফিন রয়েছে ৮১৫টি। গোটা দেশের নিরিখে এই সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে বাংলা। তবে সবচেয়ে বেশি ডলফিন রয়েছে উত্তরপ্রদেশের নদীতে। যার সংখ্যা হল ২৩৯৭টি এবং দ্বিতীয় স্থানে রয়েছে বিহার (২২০০টি)।
আরও পড়ুন: গঙ্গায় উদ্ধার ডলফিনের মৃতদেহ, চাঞ্চল্য ফারাক্কা জুড়ে, উঠছে নানান প্রশ্ন
দেশে ডলফিনের সংখ্যা সংক্রান্ত প্রথম সমীক্ষা অনুযায়ী, ভারতের ২৮টি নদীতে মোট ৬৩২৭টি ডলফিন রয়েছে। যার মধ্যে শুধুমাত্র গঙ্গার উপনদীতে ২,৪১৪টি, ব্রহ্মপুত্রে ৫৮৪টি, ব্রহ্মপুত্রের উপনদীতে ৫১টি এবং বিয়াস নদীতে ৩টি ডলফিন রয়েছে। ২০২১ সালে এই সমীক্ষা শুরু হয়েছিল। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু অববাহিকার মোট ৮,৫০৭ কিলোমিটার দীর্ঘ নদী এলাকায় এই সমীক্ষা চালানো হয়েছে। পশ্চিমবঙ্গের পর চতুর্থ স্থানে রয়েছে অসম।
সমীক্ষকরা জানাচ্ছেন, সাধারণত জঙ্গলে বাঘ, হাতি এবং অন্যান্য স্থলজ প্রাণী গণনা সহজ হলেও ডলফিন গণনা করা বেশ চ্যালেঞ্জিং। কারণ এই প্রাণীগুলি জলের নিচে থাকে এবং শ্বাস নেওয়ার জন্য মাঝে মধ্যে জলের ওপরে উঠে আসে। এছাড়া, বাঘের ডোরাকাটা দাগ এবং হাতির কান ক্যামেরায় ধরা পড়ে। ফলে তাদের আলাদাভাবে শনাক্ত করা যায়। কিন্তু, ডলফিনগুলিকে এইভাবে শনাক্ত করা যায় না। তাই এদের পরিসংখ্যান জানার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করে থাকেন গবেষকরা। এরজন্য তাঁরা অ্যাকোস্টিক হাইড্রোফোন (বিশেষ ধরনের মাইক্রোফোন) ব্যবহার করেন। এটি ডলফিনের শব্দ রেকর্ড করে। এরপর ডলফিনকে আদলাভাবে শনাক্ত করা হয়। জানা গিয়েছে, ডলফিনের পরবর্তী সমীক্ষা করা হবে চার বছর পর। বর্তমান সমীক্ষার জন্য অনেক সমীক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।