
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
'ধারাবাহিক ভাবে সব মামলা CBI-কে দিলে তাদের ওপর অসম্ভব চাপ হয় এবং তাতে পুলিশের মনোবল কমে যায়।' অভিষেক কন্যার মামলায় ধৃত ২ তরুণীকে পুলিশ মারধরের তদন্ত নিয়ে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে ধৃত ২ তরুণীকে পুলিশ মারধর করেছিল বলে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হয়েছিল হাই কোর্টে। সেখানে ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সুপ্রিম কোর্টে সেই রায় খারিজ করে দেওয়া হল। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল এই মামলার তদন্ত করবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। রাজ্যের থেকে তালিকা নিয়ে সেই বিশেষ তদন্তকারী দল গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্টই। (আরও পড়ুন: একের পর এক অভিযোগ, বাংলাদেশে 'প্রথম আলো' সংবাদপত্র বন্ধের দাবিতে বিক্ষোভ)
আরও পড়ুন: খতিয়ে দেখা হচ্ছে নথি, আদানি ঘুষ কাণ্ডে এবার বড় পদক্ষেপের পথে NDA সরকার?
শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, হাই কোর্টের নজদরদারিতে এই তদন্ত চলবে। এই আবহে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে এর জন্যে একটি বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই বেঞ্চই সিটের তদন্তের গতিপ্রকৃতির ওপর নজরদারি চালাবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। অবশ্য, রাজ্য পুলিশ ব্যর্থ হলে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হবে বলেও আজ পর্যবেক্ষণে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে এই মামলার শুনানিতে সিটের জন্যে ৭ আইপিএস অফিসারের নাম চেয়েছিল সুপ্রিম কোর্ট। বাংলার ক্যাডারের যে সব অফিসার ভিনরাজ্যে নিযুক্ত, সেরকম আধিকারিকদের নাম চেয়েছিল শীর্ষ আদালত। সেই তালিকায় আবার ৫ অফিসারকে মহিলা হতে হবে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনে রাজ্যের তরফ থেকে হলফনামা জমা দিয়ে আইপিএস আধিকারিকদের তালিকা জমা করা হয়েছিল। (আরও পড়ুন: 'শুধু আদানি আদানি...', ঘুষকাণ্ডে সংসদ যেন অচল না হয়, বলছে তৃণমূল)
আরও পড়ুন: আদালতে পেশ চিন্ময় কৃষ্ণ দাসকে, বাংলাদেশি হিন্দু সন্ন্যাসীর হয়ে সওয়াল ৫১ আইনজীবীর
আরও পড়ুন: মাথায় হাত গৌতমের, আদানিতে বিনিয়োগ বন্ধের ঘোষণা ফরাসি সংস্থা 'টোটাল এনার্জিসে'র
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক মিছিল থেকে অভিষেকের নাবালিকা কন্যাকে উদ্দেশ করে ২ জন তরুণী অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিয়োর ভিত্তিতে ২ মহিলার বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে গত ৭ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার নিমতা থেকে ২ জনকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। অভিযোগ, এর পর ডায়মন্ড হারবারে নিয়ে গিয়ে পুলিশ হেফাজতে বেধড়ক মারধর করা হয় তাঁদের। পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হন ২ অভিযুক্ত। সেখানে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তবে কলকাতা হাই কোর্টের নির্দেশের ওপর অন্তরবর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। আর আজ হাই কোর্টের রায় খারিজই করে দিল শীর্ষ আদালত।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports