মাঝ-আকাশে থরথর করে কাঁপছে বিমান। আর্তনাদ করছেন যাত্রীরা। ভয়ে চিৎকার করছেন। হাতের সামনে যা পাচ্ছেন, সেটা ধরে থাকার চেষ্টা করছেন কোনওক্রমে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন জোরে-জোরে। কেউ বলছেন 'জয় ভোলেনাথ'। কেউ আবার অন্য কিছু বলছেন।
বিমানের নাক ক্ষতিগ্রস্ত হয়েছে
শিলাবৃষ্টি এবং বিরূপ আবহাওয়ার জেরে বুধবার ইন্ডিগোর দিল্লি-শ্রীনগর বিমানে (৬ই২১৪২) এমনই ভয়াবহ পরিস্থিতি তৈরি হল। আধিকারিকরা জানিয়েছেন, পরিস্থিতি এমনই হয়েছিল যে শ্রীনগর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছে 'এমার্জেন্সি' ঘোষণা করে দেন পাইলট। শেষপর্যন্ত সন্ধ্যায় ৬ টা ৩০ মিনিট সুরক্ষিতভাবে শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করে করে বিমানটি। সেটির নাক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রের খবর।
বিমানে থাকা ২২৭ জনই সুরক্ষিত আছেন
শ্রীনগরে থাকা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক আধিকারিক জানিয়েছেন, কর্মী এবং যাত্রী মিলিয়ে বিমানে মোট ২২৭ জন ছিল। তাঁরা সকলেই সুরক্ষিত আছেন। তবে বিমানটিকে 'এয়ারক্রাফট অন গ্রাউন্ড' হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে। অর্থাৎ বিমানটিকে আপাতত বসিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। আর সেই পরিস্থিতিতে ওই বিমানটির যে শ্রীনগর থেকে দিল্লিতে ফেরার কথা ছিল, সেটা আর সম্ভব হয়নি।
ইন্ডিগোর তরফে একটি বিজ্ঞপ্তিতেবলা হয়েছে, 'দিল্লি থেকে শ্রীনগরে যাওয়ার পথে আচমকা শিলাবৃষ্টির মুখে পড়ে ইন্ডিগোর ৬ই২১৪২ বিমান। যা নির্দিষ্ট প্রোটোকল আছে, সেটা মেনেই কাজ করেন বিমানকর্মীরা। আর বিমানটি সুরক্ষিতভাবে শ্রীনগরে অবতরণ করে। অবতরণের পরে যাত্রীদের দেখভাল করেন বিমানবন্দরের কর্মীরা। তাঁদের সুস্থতার উপরে জোর দেওয়া হয়। প্রয়োজনীয় পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণের পরে বিমানটি ফের ছাড়া হবে।'
(বিস্তারিত পরে আসছে)