নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্রের জন্য এটি ভীষণ গর্বের বিষয় হল ১৯৭০ সালের মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায় পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি’ চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। অনুষ্ঠানে হেরিটেজ ফাউন্ডেশনের প্রধান শিবেন্দ্র সিং দুঙ্গারপুরের সঙ্গে উপস্থিত ছিলেন শর্মিলা ঠাকুর এবং সিমি গারেওয়াল।
‘অরণ্যের দিনরাত্রি’ প্রিমিয়ার হওয়ার পরে মঞ্চে শর্মিলা এবং সিমির উপস্থিতি মুগ্ধ করে সকলকে। তবে শর্মিলাকে যখন প্রজেকশন স্টেজের কেন্দ্রে আসতে বলা হয়, তখন উপস্থিত দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান অভিনেত্রীকে। এই গোটা ব্যাপারটি ক্যামেরাবন্দী করেন শর্মিলার মেয়ে সাবা।
আরও পড়ুন: একসূত্রে বাঁধা ৩ গল্প! ভরা সন্ধ্যাতেও ভয় ধরাল অমৃতা-রূপাঞ্জনাদের ভূতপূর্ব রূপ, প্রকাশ্যে ছবির ঝলক
আরও পড়ুন: অক্ষয় বা সানির ছবি নয়, এপ্রিলে সবথেকে বেশি আয় করেছে কোন অভিনেতার সিনেমা?
সাবা যে ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, শর্মিলা স্টেজে উঠে বক্তৃতা দিচ্ছেন। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, শর্মিলা স্টেজে উঠতেই উপস্থিত সমস্ত দর্শককে উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে। তবে শুধু শর্মিলা নন, স্টেজে সিমিকেও উপস্থিত থাকতে দেখা যায়।
মায়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন সাবা। ক্যাপশনে লেখেন, আরও কিছু... মুহূর্ত। দাঁড়িয়ে হাততালি। জীবনের একটি সুন্দর মুহূর্ত উদযাপন। সবাইকে অনেক অনেক অভিনন্দন। সাবা ও সিমি ছাড়াও শর্মিলার সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায় উপস্থাপক ওয়েস অ্যান্ডারসনকে, যিনি সত্যজিৎ রায়ের বিরাট বড় ভক্ত।
প্রসঙ্গত, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ উপন্যাস অবলম্বনে এই ছবিটি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। যদিও সিনেমার প্রয়োজনে চিত্রনাট্য কিছুটা পরিবর্তন করেছিলেন তিনি। এই সিনেমায় শর্মিলা এবং সিমি ছাড়া অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, সমিত ভাঞ্জা, রবি ঘোষ এবং অপর্ণা সেন।
আরও পড়ুন: পরনে লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, কানে অদিতিকে নববধূর সাজে দেখে মুগ্ধ ভক্তরা
আরও পড়ুন: নিষ্পাপ ভালোবাসার গল্প জুড়ে ৯০ দশকের নস্টালজিয়া! প্রকাশ্যে রাসের ট্রেলার, কবে মুক্তি?
এই সিনেমায় একদিকে যেমন শর্মিলা অপর্ণার চরিত্রে অভিনয় করেছিলেন যিনি শান্ত এবং মার্জিত মহিলা ছিলেন তেমন অন্যদিকে সিমি অভিনয় করেছিলেন একজন সাঁওতাল মেয়ের ভূমিকা।