
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পুজোর আবহে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বৃদ্ধি করল না কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত রাখা হচ্ছে। অর্থাৎ চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে যে হারে সুদ পেয়েছেন, সেই হারেই অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সুদ মিলবে। আর সেই সিদ্ধান্তের ফলে চলতি অর্থবর্ষে (২০২৪-২৫) একবারও সুদের হার হেরফের করা হল না। শেষবার বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার পরিবর্তন করা হয়েছিল ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে।
আরও পড়ুন: ₹60000 cr IPO Plan: ৬০ দিনে ৬০,০০০ কোটি টাকা! IPO-র উঠবে ঝড়, তালিকায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর সংস্থাও
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পোস্ট অফিসের ১২টি স্কিমের মধ্যে সবথেকে বেশি হারে সুদ মিলবে সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে। দুটি প্রকল্পেই সুদের হার ৮.২ শতাংশ। তাছাড়া মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), কিষান বিকাশ পত্র, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের মতো স্কিমে সুদের হার সাত শতাংশের ঘরে থাকছে।
১) সেভিংস ডিপোজিট: ৪ শতাংশ।
২) ১ বছরের টার্ম ডিপোজিট: ৬.৯ শতাংশ।
৩) ২ বছরের টার্ম ডিপোজিট: ৭ শতাংশ।
৪) ৩ বছরের টার্ম ডিপোজিট: ৭.১ শতাংশ।
৫) ৫ বছরের টার্ম ডিপোজিট: ৭.৫ শতাংশ।
৬) ৫ বছরের রেকারিং ডিপোজিট: ৬.৭ শতাংশ।
৭) সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম: ৮.২ শতাংশ।
৮) মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম (এমআইএস বা MIS): ৭.৪ শতাংশ।
৯) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): ৭.৭ শতাংশ।
১০) পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ): ৭.১ শতাংশ।
১১) কিষান বিকাশ পত্র: ৭.৫ শতাংশ (১১৫ মাসে ম্যাচিওর)।
১২) সুকন্যা সমৃদ্ধি যোজনা: ৮.২ শতাংশ।
নিয়ম অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে সেই হারেই সুদ মিলবে। আর যেহেতু সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে, তাই গত ছ'মাস যে হারে ইন্টারেস্ট মিলেছে, আগামী তিন মাসেও সেটাই পাবেন। আর তাতে অবাক হননি বিশেষজ্ঞরা। কারণ অনেকেই ভেবেছিলেন যে এবার সুদের অপরিবর্তিত রাখা হবে। শ্যামলা গোপীনাথ কমিটির ফর্মুলার সঙ্গেও সুদের হার সামঞ্জস্যপূর্ণ ছিল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports