কে বলেছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক খারাপ? শুল্ক বিতর্ক, নয়া ভিসা-নীতির আবহে দুই দেশের সমঝোতার উপর জোর দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস সাংসদ শশী থারুর। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর, এইচ-১বি ভিসার খরচ বাড়িয়ে ৮৮ লাখ টাকায় নিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই আচরণে ঘরে বাইরে বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে নরেন্দ্র মোদী সরকারকে। এই পরিস্থিতিতে ফের অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ালেন রাহুল গান্ধীর সতীর্থ সাংসদ শশী থারুর।
মঙ্গলবার বার্তা সংবাদ এএনআই-কে প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী বলেন, প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য প্রযুক্তি এবং মহাকাশের মতো ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সহযোগিতা অব্যাহত রয়েছে। এছাড়াও ৫০ লক্ষেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন, যাদের মধ্যে সিলিকন ভ্যালির পড়ুয়া এবং সিইওরাও রয়েছেন। শশী থারুরের কথায়, ভারতীয় পণ্যের উপর যে শুল্ক চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার উপর ভিত্তি করে এ কথা বলা যায় না যে, দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ। তিনি বলেন, না, আমি বলব না যে এটি আর ফিরে আসার নয়। কারণ আমি বিশ্বাস করি দুই দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ শেষ পর্যন্ত আমাদের আবারও সামনের সারিতে নিয়ে আসবে। এটি অবশ্যই সাময়িক সময়ের জন্য বড় ধাক্কা। এর ফলে আমাদের ক্ষতি হচ্ছে। ভারতে চাকরির ক্ষতি হচ্ছে, ভারতে লোকসান হচ্ছে। ভারতের জন্য, নিঃসন্দেহে এটি চলতি বছরের খারাপ খবর। তবে বৃহত্তর চিত্রটি দেখুন।'
আরও পড়ুন-স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ! প্রকাশ্য দিবালোকে পরপর ছুরির কোপ স্বামীর, বেঙ্গালুরুতে হুলুস্থুল
শশী থারুর সাম্প্রতিক মার্কিন পদক্ষেপেরও সমালোচনা করেছেন। বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক এবং রাশিয়ান তেলের মতো ক্ষেত্রে ভারতের শাস্তি দেওয়াকে 'অন্যায়' এবং 'অপমানজনক' বলে ব্যাখ্যা করেছেন। তিনি আশাবাদী যে উভয় দেশের সরকারই একাধিক স্তরে কাজ করবে যাতে কৌশলগত সহযোগিতা প্রভাবিত না হয়। এদিকে রাজনৈতিক মহল বলছে, এ আর নতুন কী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপদে শশী থারুর সর্বদা সহায় হয়েছেন, দলের রাজনৈতিক লাইনের বাইরে গিয়ে। প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখও হয়েছেন। 'অপারেশন সিঁদুর'-এর পর শাসক ও বিরোধী সাংসদদের ৭ টি প্রতিনিধি দল ভারতের 'সন্ত্রাসবাদ বিরোধী অবস্থান' নিয়ে বিশ্বের বহু দেশে যায়। সেই দলে ছিলেন শশী থারুর। ফিরে আসার পর, কংগ্রেস সাংসদ প্রধানমন্ত্রী মোদীকে 'আন্তর্জাতিক মঞ্চে ভারতে সম্পদ' বলে অভিহিত করেন।
আরও পড়ুন-'ভারত-US সম্পর্ক অত্যন্ত...,' ফের কাছাকাছি নয়াদিল্লি ও ওয়াশিংটন? বিশেষ ইঙ্গিত রুবিও-র
মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চালু হওয়ায় এ দেশের রফতানি-শিল্পের সঙ্গে যুক্ত কর্মরত বহু মানুষ কাজ হারানোর ভয়ে কাঁটা। বিরোধী দলগুলি একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ নীতির বিরোধিতায় সোচ্চার হয়েছে। এমতাবস্থায় ফের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন শশী থারুর।