প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও মনমোহন সিংয়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজীর প্রয়াণে আমি শোকস্তব্ধ, ব্যথিত। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ওঁর সঙ্গে কাজ করেছি। ওঁকে কাছ থেকে দেখেছি। ওঁর পান্ডিত্য ও প্রজ্ঞা প্রশ্নাতীত। ওঁর হাতে হওয়া দেশের অর্থনৈতিক সংস্কার সর্বজন স্বীকৃত। তাঁর অভিভাবকত্বের অভাব বোধ করবে দেশ। তাঁর স্নেহের অভাব বোধ করব আমি। তাঁর পরিবার বন্ধু, অনুগামীদের সমবেদনা জানাচ্ছি। লিখেছেন মমতা।
মনমোহন সিংয়ের প্রয়াণে শোকবার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি লিখেছেন, অন্যতম সেরা রাষ্ট্রনায়ক মনমোহন সিংকে হারাল ভারত।তাঁর কৃতিত্ব প্রধানমন্ত্রীত্বের মধ্য়ে সীমাবদ্ধ নয়। ভারতের অর্থনৈতিক সংস্কারের নায়ক ছিলেন তিনি। দেশের ভবিষ্যতের রূপকাল ছিলেন তিনি। দূরদর্শিতাই নেতৃত্বের সেরা গুণ। তাই নীরবে কাজ করে গিয়েছেন। তাঁর পরিবার ও শোকার্ত সকলকে এই অপূরণীয় ক্ষতিতে সমবেদনা জানাচ্ছি।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, রাজনীতিতে খুব কম মানুষই এতটা শ্রদ্ধা পান। তাঁর সততা আমাদের সকলের কাছে অনুপ্রেরণার। এই দেশকে আমরা যারা ভালোবাসি সেই তাঁদের পাশে তিনি সবসময় থাকবেন। তবে বিরোধীরা তাঁকে ব্যক্তিগত আক্রমণ করলেও তিনি দেশসেবায় অবিচল ছিলেন। তিনি প্রকৃত অর্থেই জ্ঞানী ও সাহসী ছিলেন। রাজনীতির এই রুক্ষ দুনিয়ায় তিনি ছিলেন শ্রদ্ধেয় ও ভদ্র মানুষ। লিখলেন প্রিয়াঙ্কা।
কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি বলেন, আমরা সবাই ভারাক্রান্ত। মনমোহন সিংজী আমাদের কাছে, আমার স্বামী চিরদিন কৃতজ্ঞ। প্রিয় যখন অসুস্থ ছিলেন তখন স্পেশাল ফ্লাইট পাঠিয়েছিলেন। এই ক্ষতিটা অপূরণীয়। আমাদের কাছে বিরাট ক্ষতি হয়ে গেল।
কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, মনমোহন সিংয়ের অধীনে মন্ত্রী ছিলেন। এত ভদ্র, সজ্জন সাধুসম ব্যক্তি। মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। সাধুর মতো মানুষ ছিলেন। খুব খারাপ লাগছে।
প্রসঙ্গত ১৯৯১ সালে তিনি রাজ্যসভার সদস্য হন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন।২০০৪ সালের ২২ মে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। পর পর ২ বার প্রধানমন্ত্রীর পদে ছিলেন। পরবর্তীকালে তিনি ২০০৯ সালের ২২ মে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন।
২০০৪-২০১৪ সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
রাত ৮টা ১০ মিনিটে তাঁকে এমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছিল।
৯.৫১ মিনিটে তিনি প্রয়াত হয়েছেন।