প্রয়াত মনমোহন সিং। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লি এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভারতের অর্থনীতির রূপকার হিসাবে পরিচিত থাকবেন তিনি। দেশ মনে রাখবে এক ভদ্র রাজনীতিবিদকে।
২০০৪-২০১৪ সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
রাত ৮টা ১০ মিনিটে তাঁকে এমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছিল।
৯.৫১ মিনিটে তিনি প্রয়াত হয়েছেন।
১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর জন্মেছিলেন মনমোহন সিং। বর্তমান পাকিস্তানে গাহতে জন্মেছিলেন তিনি। তিনি পঞ্জাব ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন। অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন। অত্যন্ত উজ্জ্বল ছাত্র ছিলেন তিনি। পরবর্তী সময়ে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। কেমব্রিজেও পড়াশোনা করেছিলেন তিনি। অর্থনীতিতে ডক্টরেট ছিলেন তিনি।ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, প্ল্যানিং কমিশনে, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।
১৯৯১ সালে দেশের অর্থনীতির নব রূপায়নে তাঁর ভূমিকা চিরস্মরণীয়। তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের সময়ে তিনি ছিলেন অর্থমন্ত্রী। কার্যত অর্থনীতির একটা অন্যদিক দেখিয়েছিলেন তিনি।
একাধিক দফতরের দায়িত্ব সামলেছিলেন মনমোহন। প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। ১৯৭৬ সাল থেকে ১৯৮০ সাল অবধি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিরেক্টরের দায়িত্ব সামলেছিলেন মনমোহন সিং।
তাঁর প্রয়াণের খবর পৌঁছতেই বহু রাজনীতিবিদ অতীতের স্মৃতিচারণা করেন। পরিকল্পনা কমিশনে শীর্ষ পদে ছিলেন তিনি। মূলত দেশের অর্থনীতিকে কীভাবে একটা নির্দিষ্ট
কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি বলেন, আমরা সবাই ভারাক্রান্ত। মনমোহন সিংজী আমাদের কাছে, আমার স্বামী চিরদিন কৃতজ্ঞ। প্রিয় যখন অসুস্থ ছিলেন তখন স্পেশাল ফ্লাইট পাঠিয়েছিলেন। এই ক্ষতিটা অপূরণীয়। আমাদের কাছে বিরাট ক্ষতি হয়ে গেল।
কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, মনমোহন সিংয়ের অধীনে মন্ত্রী ছিলেন। এত ভদ্র, সজ্জন সাধুসম ব্যক্তি। মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। সাধুর মতো মানুষ ছিলেন। খুব খারাপ লাগছে।
তৃণমূল নেতা সৌগত রায় বলেন, তাঁর সঙ্গে একাধিকবার কথা হত। অর্থনীতির ক্ষেত্রে একাধিক কাজ করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্য়ায় তাঁর শোকবার্তা লিখেছেন।
মোদী লিখেছেন, ডঃ মনমোহন সিং জী ও আমি নিয়মিত আলোচনা করতাম। তখন তিনি প্রধানমন্ত্রী আর আমি গুজরাটের মুখ্য়মন্ত্রী। সরকারি নানা বিষয় নিয়ে তাঁর আমার মধ্যে কথা হত। তাঁর জ্ঞান ও নম্রতা বার বার প্রকাশ পেত।