চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে বিস্ফোরক এসেছে বলে অভিযোগ করল আওয়ামি লিগ। গত ২১ ডিসেম্বরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছয় 'এমভি ইউয়ান জিয়াং ফা ঝং' নামের একটি জাহাজ। পাকিস্তানের করাচি থেকে জাহাজটি আসে। সেই জাহাজ থেকে আনলোড হওয়া কন্টেনারগুলি থেকে একটিতে পাওয়া যায় 'সেসমিক ইমালশন এক্সপ্লোসিভ'। এই নিয়ে বাংলাদেশি সংবাদমাধ্যমেরই লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আওয়ামি লিগ। দাবি করা হয়, কন্টেইনারগুলো যে 'বিস্ফোরক' পাওয়া গিয়েছে, তা কম্বোডিয়ান প্রতিষ্ঠানে তৈরি। এগুলি বড় বড় বিল্ডিং উড়িয়ে দিতে পারে বলেও দাবি করা হয়েছে। যদিও বাংলাদেশি সংবাদমাধ্যম 'কালের কণ্ঠের' দাবি, কোনও বিস্ফোরক আসেনি পাকিস্তানি জাহাজে করে। যদিও যে ছবি সামনে এসেছে, তাতে স্পষ্ট যে এটা বিস্ফোরক। এদিকে অন্য এক রিপোর্টে দাবি করা হয়েছে, বিস্ফোরক দ্রব্যের একটি অংশ ইতিমধ্যে সিলেট এবং অন্যটি কেরাণীগঞ্জে চলে গিয়েছে। যদিও এই বিস্ফোরক নির্মাণকাজের জন্যে আনানো হয়েছে, নাকি অন্য কোনও কাজের জন্যে, তা স্পষ্ট নয়। (আরও পড়ুন: BSF-এর কপালে চিন্তার নয়া ভাঁজ, ভারতীয় ফসল কেটে 'পেট ভরাচ্ছে' বাংলাদেশিরা!)
আরও পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের 'সময়সীমা' যেন বেঁধেই দিলেন বাংলাদেশের আইন উপদেষ্টা…
আরও পড়ুন: ১৮১ যাত্রীর মধ্যে মৃত ১৭৯, কীভাবে হল দক্ষিণ কোরিয়ার এই ভয়াবহ বিমান দুর্ঘটনা?
রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান থেকে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামক জাহাজটি এবার বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছায় ৮২৫ টিইইউএস কনটেইনার নিয়ে। এর আগেরবার যখন এই জাহাজটি বাংলাদেশে গিয়েছিল, তখন তাতে ছিল ৩৭০ টিইইউএস কনটেইনার। এই আবহে বাংলাদেশি সংবাদমাধ্যমেই দাবি করা হয়েছে, এবারে গতবারের তুলনায় দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে চট্টগ্রামে পৌঁছাচ্ছে এই জাহাজ। উল্লেখ্য, পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কনটেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছিল চলতি বছরের ১৪ নভেম্বর। সেবার যে ৩৭০ টিইইউএস কনটেইনার বাংলাদেশে পৌঁছেছিল, তার মধ্যে ২৯৭ টিইইউএস কনটেইনার এসেছিল পাকিস্তান থেকে। তাছাড়া আরও ৭৩ টিইইউএস কনটেইনার সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে নিয়ে গিয়েছিল ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’। (আরও পড়ুন: শেষকৃত্যে মনমোহনের পরিবারকে কীভাবে 'অপমান' BJP-র? 'তথ্য' তুলে ধরে তোপ কংগ্রেসের)
আরও পড়ুন: 'Now or Never', বাংলাদেশে নয়া মোড়? কী হতে চলেছে ৩১ ডিসেম্বর?
আরও পড়ুন: রানওয়েতে 'স্লাইড' করে গেল বিমান, দেখুন দক্ষিণ কোরিয়ার দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো
এরপর দ্বিতীয়বারের মতো গত ১১ ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রণনা দিয়েছিল ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ জাহাজ। রিপোর্ট অনুযায়ী, ১৯ ডিসেম্বরের আগেই বঙ্গোপসাগরে ঢুকেছিল জাহাজটি। এরপর ২১ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে জাহাজটি থেকে পণ্য খালাস করা হয়। এরপর এই জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়ে ইন্দোনেশিয়ায় যায়। সেখান থেকে মালেশিয়া, দুবাই হয়ে পাকিস্তানের করাচি ফিরবে সেটি। তবে সেই জাহাজে কী কী পণ্য রয়েছে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এই নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল, শিপিং সংস্থাটি অনলাইনে জানিয়ে দেয় যে তাদের জাহাজের কনটেইনারে কী কী আছে।