
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
আপনি কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) গ্রাহক? তাহলে আপনাকে বাড়তি সতর্ক থাকতে হবে। কারণ আগামী ৩১ মার্চের মধ্যে গ্রাহকদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের আর্জি জানিয়েছে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সেই কাজটা না করলে ব্যাহত হবে ব্যাঙ্কিং পরিষেবা।
কী বলেছে এসবিআই?
সম্প্রতি এসবিআইয়ের তরফে টুইটারে জানানো হয়েছে, প্যানের সঙ্গে আধারের সংযুক্তিকরণ বাধ্যতামূলক। যদি না সংযুক্তিকরণ সম্পূর্ণ হয়, তাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে লেনদেন করা যাবে না। যে লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক। সেই পরিস্থিতিতে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, 'কোনওরকম অসুবিধা এড়াতে এবং ঝঞ্জাটহীন ব্যাঙ্কিং পরিষেবা পাওয়ার জন্য আমাদের গ্রাহকদের প্যানের সঙ্গে আধার লিঙ্ক করার পরামর্শ দেওয়া হচ্ছে।'
আপনার প্যান ও আধার কার্ড সংযুক্ত আছে কিনা, কীভাবে দেখবেন?
১) আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইট -তে যান।
২) 'Quick Links'-এর আওতায় 'Link Aadhaar'-তে ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে। তাতে নিজের প্যান এবং আধার নম্বর দিন।
৪) 'View Link Aadhaar Status'-তে ক্লিক করুন।
৫) আপনার প্যান ও আধার কার্ড সংযুক্ত আছে কিনা, তা স্ক্রিনে দেখাবে।
কীভাবে প্যান ও আধার কার্ড সংযুক্তিকরণ করবেন?
১) -তে যান। নিজের তথ্য দিয়ে লগইন করুন।
২) 'Profile Links'-এর আওতায় 'Link Aadhaar'-তে ক্লিক করুন।
৩) প্যান কার্ডে যেমন আছে, সেইমতো জন্মতারিখ, লিঙ্গের মতো তথ্য দিতে হবে।
৪) আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের তথ্য মিলিয়ে নিন। যদি কোনও তথ্যের অমিল পাওয়া যায়, তাহলে নথি সংশোধন করতে হবে।
৫) যদি দুটি নথির তথ্য মিলে যায়, তাহলে 'Link Now'-তে ক্লিক করুন।
৬) স্ক্রিনে মেসেজ আসবে যে আপনার প্যান ও আধার কার্ড সংযুক্তিকরণ হয়ে গিয়েছে।
৳7,777 IPL 2025 Sports Bonus