পাকিস্তানের সামনে এবার নয়া বিপদ।
সন্ত্রাসবাদ, দারিদ্র্যসহ সব ফ্রন্টে লড়তে থাকা পাকিস্তানের সামনে নতুন করে আর একটি সমস্যা দেখা দিয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধে এবার রীতিমতো বিদ্রোহ শুরু করে দিয়েছেন জুনিয়র সেনা অফিসাররা। পাকিস্তান সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা স্পষ্টভাবে বলেছেন যে মুনিরকে পদত্যাগ করতে হবে বা পরিণতি ভোগ করতে হবে। কর্মকর্তারা চিঠিতে মুনিরকে বলেছেন, আপনার সময় শেষ, তাই তাড়াতাড়ি পদত্যাগ করুন।
সব মিলিয়ে ফের সংকটে পড়ল পাকিস্তান।
সিএনএন-নিউজ ১৮ এর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, জুনিয়র কর্মকর্তারা মুনিরের পদত্যাগ দাবি করে একটি চিঠি লিখেছেন। সেনাবাহিনীর বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়ন ও ব্যক্তিগত প্রতিহিংসার অভিযোগ আনা হয়েছে। এই চিঠি পাকিস্তানি আর্মির কয়েকজন কর্নেল, ক্যাপ্টেন ও সৈনিক লিখেছেন। সেই চিঠি সেনাপ্রধানের কাছে পৌঁছতেই পাকিস্তানে তোলপাড় শুরু হয়। মুনীরকে ১৯৭১ সালে পরাজয়ের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছিল, যখন পাকিস্তান শোচনীয় পরাজয় বরণ করেছিল এবং তারপরে বাংলাদেশ গঠিত হয়েছিল।