বাংলা নিউজ > ঘরে বাইরে > RBI move on personal loan: ক্ষুদ্র ঋণ নিয়ে বড় সিদ্ধান্ত RBI-এর! সাধারণের উপর কোপ পড়ার আশঙ্কা
পরবর্তী খবর
RBI move on personal loan: ক্ষুদ্র ঋণ নিয়ে বড় সিদ্ধান্ত RBI-এর! সাধারণের উপর কোপ পড়ার আশঙ্কা
1 মিনিটে পড়ুন Updated: 24 Nov 2023, 09:53 AM ISTSanket Dhar
RBI move on personal loan: ক্ষুদ্র ঋণ নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল আরবিআই। এই ধরনের ঋণের ঝুঁকির হার বেড়েছে আরবিআই-এর খাতায়। ফলে ব্যাঙ্ক ও বিভিন্ন আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নয়া নির্দেশ দিল কেন্দ্রের ব্যাঙ্ক।
ক্ষুদ্র ঋণ নিয়ে বড় সিদ্ধান্ত RBI-এর! সাধারণের উপর কোপ পড়ার আশঙ্কা
‘নো কস্ট ইএমআই’ বা ‘বাই নাও পে লেটার’-এর যুগ এখন। আর এমন ছোট ছোট ঋণ নিয়েই অনেকে অ্যাপল, আইফোন থেকে নানাধরনের কেনাকাটা করা করেন আজকাল। এবার এই নিয়েই কড়া হল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এই সংক্রান্ত নিয়মবিধি এবার কঠোর হল।
বর্তমানে বিভিন্ন পেমেন্ট অ্যাপ ও ব্যাঙ্ক ছোটখাটো ঋণ দিয়ে থাকে। যেগুলির জন্য আদতে কোনও সিকিউরিটি জমা দিতে হয় না। এতে বেশিরভাগ ঋণই ১০,০০০ টাকার কম। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই প্রবণতাকে ব্যাঙ্কের ব্যবসার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছে। এতদিন এই বিষয়ে বেশ কয়েকবার ব্যাঙ্কগুলিকে সতর্ক করেছে আরবিআই। এবার এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হল।
ব্যাঙ্ক ও এনবিএফসি অর্থাৎ বিভিন্ন আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির ঋণে ঝুঁকির হার ২৫ শতাংশ বেড়েছে আরবিআই-এর হিসেবে। সেই ঝুঁকি মেটাতে ব্যাঙ্কগুলিকে তাদের ব্যালেন্সসিটে আগের থেকে আরও বেশি অর্থ বরাদ্দ খরতে হবে । এই ব্যাপারে নিয়মিত তথর জানাতে হবে আরবিআই-কে। এর জন্য আলাদা তহবিলের ব্যবস্থাও করতে বলা হয়েছে।