
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পুরানো পেনশন স্কিমে ফিরে যাচ্ছে রাজস্থান। আর রাজস্থানের এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে সরকারি কর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। বিরোধীদলগুলি ইতিমধ্যে দাবি তুলেছে তাদের রাজ্য়েও পুরানো পেনশন স্কিমকে ফিরিয়ে আনতে হবে। এদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী গত ২৩শে ফেব্রুয়ারি রাজ্যে ওল্ড পেনশন স্কিম ফিরিয়ে আনার কথা জানিয়েছিলেন। এর জেরে ২০০৪ সালেল ১লা জানুয়ারি অথবা তার পরে যাঁরা চাকরিতে যোগ দিয়েছিলেন তাঁরা উপকৃত হবেন। ২০০৩ সালের ডিসেম্বর মাস থেকে ওপিএসকে কার্যত তুলে দিয়ে নিউ পেনশন স্কিম আনা হয়েছিল।
এদিকে রাজস্থান সরকারের এই উদ্যোগকে ঘিরে গোটা দেশজুড়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত রাজ্যে নির্বাচন আছে সেখানে তো একেবারে এই পেনশন স্কিমকে ঘিরে নানা দাবি উঠতে শুরু করেছে।
উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা ক্ষমতায় এলে ওল্ড পেনশন স্কিম চালু হবে। এদিকে মধ্যপ্রদেশে এই স্কিম চালুর দাবিতে একেবারে ঘরে বাইরে চাপের মুখে সরকার। শুধু কংগ্রেসের বিধায়করা নন, বিজেপি বিধায়কদের একাংশও এনিয়ে দাবি তুলতে শুরু করেছেন। এদিকে সম্প্রতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের সময়ই পুরানো পেনশন স্কিমের প্রসঙ্গ তুলেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীও ছিলেন। গেহলট জানিয়েছেন, অবসরের পর কোনও সরকারি কর্মী যদি নিজেকে সুরক্ষিত মনে না করেন তবে তিনি সারাজীবন মন দিয়ে কাজ করতে পারবেন না।
পুরানো পেনশন স্কিমে ফিরে যাচ্ছে রাজস্থান। আর রাজস্থানের এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে সরকারি কর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। বিরোধীদলগুলি ইতিমধ্যে দাবি তুলেছে তাদের রাজ্য়েও পুরানো পেনশন স্কিমকে ফিরিয়ে আনতে হবে। এদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী গত ২৩শে ফেব্রুয়ারি রাজ্যে ওল্ড পেনশন স্কিম ফিরিয়ে আনার কথা জানিয়েছিলেন। এর জেরে ২০০৪ সালেল ১লা জানুয়ারি অথবা তার পরে যাঁরা চাকরিতে যোগ দিয়েছিলেন তাঁরা উপকৃত হবেন। ২০০৩ সালের ডিসেম্বর মাস থেকে ওপিএসকে কার্যত তুলে দিয়ে নিউ পেনশন স্কিম আনা হয়েছিল।
এদিকে রাজস্থান সরকারের এই উদ্যোগকে ঘিরে গোটা দেশজুড়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত রাজ্যে নির্বাচন আছে সেখানে তো একেবারে এই পেনশন স্কিমকে ঘিরে নানা দাবি উঠতে শুরু করেছে।
উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা ক্ষমতায় এলে ওল্ড পেনশন স্কিম চালু হবে। এদিকে মধ্যপ্রদেশে এই স্কিম চালুর দাবিতে একেবারে ঘরে বাইরে চাপের মুখে সরকার। শুধু কংগ্রেসের বিধায়করা নন, বিজেপি বিধায়কদের একাংশও এনিয়ে দাবি তুলতে শুরু করেছেন। এদিকে সম্প্রতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের সময়ই পুরানো পেনশন স্কিমের প্রসঙ্গ তুলেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীও ছিলেন। গেহলট জানিয়েছেন, অবসরের পর কোনও সরকারি কর্মী যদি নিজেকে সুরক্ষিত মনে না করেন তবে তিনি সারাজীবন মন দিয়ে কাজ করতে পারবেন না।
|#+|
6.88% Weekly Cashback on 2025 IPL Sports