কোর্ট বলছে, ‘ স্ত্রীয়ের ভরণপোষণ একজন স্বামীর আদর্শগত দায়িত্ব, স্বামী যদি পেশাগতভাবে ভিক্ষাও করেন, তাতেও।’ কোর্ট নিজের রায় আরও জানিয়েছে, ‘ স্বামী (এই মামলায়) একজন সক্ষম ব্যক্তি, একজন শ্রমিকও ৫০০ টাকা বা তার বেশি আয় করেন দিনে।’
পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সদ্য একটি রায় দিয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে।
মামলাটি ছিল এক ডিভোর্সের। সেখানে এক ব্যক্তিকে নিম্ন আদালত নির্দেশ দেয়, স্ত্রীকে ডিভোর্সের মামলা চলাকালীন ভরণপোষণের জন্য ৫ হাজার টাকা প্রতিমাসে খরপোশ দিতে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি দ্বারস্থ হয়েছেন পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের। তার প্রেক্ষিতেই পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সাফ জানিয়েছে, একজন স্বামী যদি পেশাগতভাবে ভিক্ষাও করেন, তাহলেও তাঁর স্ত্রীয়ের ভরণপোষণ তাঁর দায়িত্ব।
কোর্ট বলছে, ‘ স্ত্রীয়ের ভরণপোষণ একজন স্বামীর আদর্শগত দায়িত্ব, স্বামী যদি পেশাগতভাবে ভিক্ষাও করেন, তাতেও।’ কোর্ট নিজের রায় আরও জানিয়েছে, ‘ স্বামী (এই মামলায়) একজন সক্ষম ব্যক্তি, একজন শ্রমিকও ৫০০ টাকা বা তার বেশি আয় করেন দিনে।’ উল্লেখ্য, যে মামলায় কোর্ট এই রায় দিয়েছে, সেই মামলায় আবেদনকারীর স্ত্রী ডিভোর্সের জন্য মামলা করেছিলেন হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন ২৪ অনুযায়ী। নিম্নকোর্টে দায়ের করা সেই আবেদনে তিনি প্রতি মাসে তাঁর স্বামীর কাছ থেকে ১৫ হাজার টাকার দাবি করেন। এছাড়াও মোকদ্দমার খরচ বাবদ ১১ হাজার টাকা আরও দাবি করেন। এরপরই কোর্ট জানায়, মোকদ্দমার খরচ বাবদ স্ত্রীকে ওই ব্যক্তি প্রতিমাসে ৫,৫০০ টাকা দেবেন। এছাড়াও প্রতি শুনানির জন্য ৫০০ টাকা করে স্বামী যাতে স্ত্রীকে দেন সেই নির্দেশ দেয় আদালত।
এদিকে, ওই মহিলার স্বামী এই নির্দেশকে চ্যালেঞ্জ করেন। কোর্ট বলছে, এই মামলায় স্বামী এটি প্রমাণ করতে পারেননি যে, তাঁর স্ত্রী কোথাও থেকে রোজগার করেন। ফলে স্ত্রীর কোনও উৎস নেই রোজগারের। সেই অবস্থায় স্বামী যদি ভিক্ষা করেও পেশাগত জীবন নির্বাহ করেন, তাহলেও স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব স্বামীর।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক