গতকাল রাজ্যের ছ'টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল বেরিয়েছে। তাতে দেখা যাচ্ছে পাঁচটি আসনে চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস। শুধুমাত্র মাদারিহাটে আরও পিছিয়ে দল। সেখানে পঞ্চম স্থানে আছে কংগ্রেস। এই কেন্দ্রে নির্দল প্রার্থীও কংগ্রেসের থেকে এগিয়ে রয়েছে। এদিকে, গতকাল ওয়েনাড লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল বেরিয়েছে। তাতে প্রথম বারেই দাদা রাহুল গান্ধীকে ছাপিয়ে বেশি ভোটে জয় হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। বাংলার বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস ভালো ফল করতে না পারলেও দলের সাধারণ সম্পাদকের জয় উচ্ছসিত প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। উপনির্বাচনের ফল ঘোষণা হতেই এদিন প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে জয় উদযাপন করলেন বাংলার কংগ্রেস নেতারা।
আরও পড়ুন: ওয়েনাডে দাদা রাহুলের জয়ের ব্যবধান ছাপিয়ে গেলেন প্রিয়াঙ্কা, আবেগঘন পোস্টে বললেন..
এদিন বিধান ভবনে প্রিয়ঙ্কার ছবিতে আবির দিয়ে জয়ের উল্লাসে মেতে ওঠেন কংগ্রেস নেতৃত্ব। সেখানে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ অন্যরা। উল্লেখ্য, ভোটের আগে কালীঘাটে পুজো দিয়ে প্রিয়ঙ্কার জয়ের জন্য প্রার্থনা করেছিলেন প্রদেশ সভাপতি। ফুল প্রসাদও তিনি প্রিয়াঙ্কা গান্ধীকে পাঠিয়েছিলেন। স্থানীয় নেতারা বলছেন, কালীঘাটের আশীর্বাদের জন্য প্রিয়ঙ্কা অনেক বেশি ভোটে জয়ী হয়েছেন। যদিও প্রশ্ন উঠেছে, ‘ইন্ডিয়া’র শরীক তৃণমূলের জয়েই কি উচ্ছসিত কংগ্রেস। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, ২০২১ সালের বিধানসভা এবং লোকসভা নির্বাচনের তুলনায় বেশ কিছু কেন্দ্রে কংগ্রেসের ভোট বেড়েছে। বিশেষ করে সিতাই কেন্দ্রে প্রচুর পরিমাণে ভোট বেড়েছে কংগ্রেসের। তবে জানা যাচ্ছে, সিপিএমের সমর্থনের ফলেই এই কেন্দ্রে ভোট বেড়েছে কংগ্রেসের।
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী ৩,৬৪,৪২২ ভোটের ব্যবধানে ওয়েনাড কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তিনি পেয়েছিলেন ৬,৪৭,৪৪৫ ভোট। তবে প্রিয়াঙ্কা দাদা রাহুল গান্ধীকে ছাড়িয়ে গিয়েছেন। কারণ তিনি ওয়েনাড উপনির্বাচনে ৪,১০,৯৩১ ভোটের ব্যবধানে জিতেছেন।