মাঝ আকাশে বিমান হাইজ্যাক করতে গিয়ে যাত্রীর গুলিতে মৃত্যু হয়েছে এক মার্কিন নাগরিকের। অন্যদিকে, ওই মার্কিন নাগরিকের ছুরির আঘাতে আহত হয়েছেন অন্তত ৩ জন যাত্রী। তবে শেষ পর্যন্ত হামলাকারী নিজেও রেহাই পাননি। (আরও পড়ুন: ভারতে টেসলা-স্টারলিংক আসা নিয়ে জল্পনা, এরই মাঝে মাস্কের সঙ্গে আজ কথা বললেন মোদী)
আরও পড়ুন-ঋণ নিয়ে বিলাসিতা পূরণ! ব্লু স্মার্ট কেলেঙ্কারি বিপাকে জাগ্গি ভাইরা
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বেলিজে ট্রপিক এয়ারের একটি ছোট বিমান ছুরি দেখিয়ে হাইজ্যাকের চেষ্টা করে একজন মার্কিন নাগরিক। সান পেড্রোগামী একটি ফ্লাইটে মাঝ আকাশে এই ঘটনাটি ঘটে। সেই সময় ওই বিমানে ছিলেন ১৪ জন যাত্রী। তাদের মধ্যে ৩ জনকে ছুরি দিয়ে আক্রমণ করেন ৪৯ বছর বয়সি ছিনতাইকারী। ওই বিমানকে দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি করেন তিনি। সেই জন্য তিনি ওই ছোট বিমানের জন্য বাড়তি জ্বালানির দাবিও করেন। এরপরেই মাঝ আকাশে তাকে গুলি করেন বিমানে থাকা এক যাত্রী। তবে, গুলিবিদ্ধ হওয়ার আগেই তিনজন যাত্রীকে আক্রমণ করেন অভিযুক্ত। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর। বিমানটি যখন মাটিতে নামে তখন তাতে জ্বালানি ছিল না বললেই চলে। গুলিবিদ্ধ মার্কিন নাগরিককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
আরও পড়ুন: মুর্শিদাবাদে ওয়াকফ হিংসা নিয়ে ভারতকে 'জ্ঞান' দিতে এসে সপাটে 'চড়' খেল বাংলাদেশ!
বেলিজ পুলিশ কমিশনার চেস্টার উইলিয়ামস জানিয়েছেন, মৃতের নাম আকিনিয়েলা সাওয়া টেলর। ৪৯ বছর বয়সি ওই ব্যক্তির বাড়ি ক্যালিফোর্নিয়া। টেলরকে গুলি করার জন্যে যাত্রীর প্রশংসা করেছেন কমিশনার উইলিয়ামস। তাকে ‘হিরো’ হিসেবেও অভিহিত করেছেন। পুলিশ সূত্রে খবর, ওই বিমানটি সান পেড্রো যাচ্ছিল। বিমানের যাত্রীদের টেলর আক্রমণ করতে শুরু করেছে বলে জানান পরেই জরুরি অবস্থা জারি করা হয় ফিলিপ এসডব্লিউ গোল্ডসন আন্তর্জাতিক বিমানবন্দরে।এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, টেলর কীভাবে বিমানে ছুরি নিয়ে প্রবেশ করেছে, তা এখনও স্পষ্ট নয়। বেলিজিয়ান কর্মকর্তারা তদন্তে সহায়তার জন্যে ইতিমধ্যে মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন।