আবারও সারমেয়র আক্রমণে জখম বছর ১১-র এক নাবালক। এবারও সেই পিটবুল। ভয়ঙ্কর কাণ্ড ঘটে গিয়েছে মুম্বইয়ের পূর্ব শহরতলিতে। এক পোষা পিটবুল ঝাপিয়ে পড়ে নাবালকের উপরে।সারমেয়র কামড়ে গুরুতর জখম হয়েছে ওই বালক। কুকুরের মালিক বালকটিকে সাহায্য করার পরিবর্তে এই ঘটনা দেখে হাসতে থাকেন। ওই ঘটনায় চারিদিকে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে এলাকায়।
গত বৃহস্পতিবার মানখুর্দ এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে, হামজা খান নামে ওই বালক এলাকায় একটি পার্ক করা অটোতে বসে ছিল। সেই সময় সোহেল খান নামে এক ব্যক্তি ওই নাবালককে ভয় দেখানোর জন্য বাদামী পিটবুলটিকে গাড়িতে ছেড়ে দেন বলে অভিযোগ।ফলে কুকুরটি ওই বালকের থুতনিতে কামড়ে দেয়। সে কোনও ভাবে অটো থেকে পালিয়ে বাঁচে। তারপরেও কুকুরটি ওই বালককে কয়েক মিটার পর্যন্ত তাড়া করে। অন্যদিকে, কুকুরের মালিক বালকটিকে সাহায্য করার পরিবর্তে এই ঘটনা দেখে হাসতে থাকেন।ইতিমধ্যে ঘটনাটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন-রাস্তায় দগ্ধ অবস্থায় দৌঁড়চ্ছে কিশোরী! পুরীর নারকীয় ঘটনায় বিস্ফোরক প্রত্যক্ষদর্শী
ওই বালকটি দাবি করেছে যে, তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেননি। পথচারীরা ঘটনার ভিডিও তুলতে ব্যস্ত ছিলেন। এরপরেই ওই ভিডিও দেখে বালকের বাবা কুকুরটির মালিক মহম্মদ সোহেল খানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।সিনিয়র ইন্সপেক্টর মধু ঘোরপাড়ে বলেন, 'আমরা সোহেল খানের বিরুদ্ধে মামলা করেছি। তবে তিনি দাবি করেছেন যে তিনি পিটবুলের মালিক নন। কুকুরটি কলার পরেছিল বলে মনে হচ্ছে এটি একটি সারমেয়। আমরা পিটবুলের মালিককের খোঁজে তল্লাশি চালাচ্ছি এবং বিএমসির সঙ্গে যোগাযোগ করব।' এদিকে ঘটনায় গুরুতর জখম হয় ওই বালক। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ইতিমধ্যে সোহেল খানের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ধারা ২৯১,১২৫ (এ) ১২৫-এর অধীনে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই হামলার ভিডিও রেকর্ড করা ব্যক্তিকেও খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্ত জারি রয়েছে।
আরও পড়ুন-রাস্তায় দগ্ধ অবস্থায় দৌঁড়চ্ছে কিশোরী! পুরীর নারকীয় ঘটনায় বিস্ফোরক প্রত্যক্ষদর্শী
প্রসঙ্গত, কয়েক বছর আগে দেশে পর পর পিটবুলের আক্রমণের খবর প্রকাশ্যে এসেছিল। পিটবুল বিশ্বের সবথেকে হিংস্র প্রজাতির সারমেয়দের মধ্যে অন্যতম। তবে পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে এদের ঘরে পোষ্য করে তোলা হয়। কিন্ত বিশ্বের বহু দেশে এই প্রজাতির সারমেয় পোষা নিষিদ্ধ।