'তাদের জীবনের একটাই নীতি পরিবার কা সাথ, পরিবার কা বিকাশ।' উত্তরপ্রদেশের বারাণসীতে দাঁড়িয়ে কংগ্রেস-সহ বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে ৩,৮৮৪.১৮ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে বিভিন্ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের চেক এবং আয়ুষ্মান কার্ড বিতরণ করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকারের আট বছর পূর্ণ হওয়ার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বারাণসী সফর।
আরও পড়ুন-Modi on Varanasi gangrape: বারাণসীতে তরুণীকে ‘ধর্ষণ’ ২৩ জনের, বিমানবন্দরেই কঠোরতম ব্যবস্থার নির্দেশ মোদীর
শুক্রবার নিজের কেন্দ্রের জনসভা থেকে বিরোধীদের দেশবাসীর সেবার মন্ত্র মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ‘দেশ সেবার জন্য আমাদের মন্ত্র একটা সবকা সাথ, সবকা বিকাশ। এই নীতিতেই আমরা প্রতিটি নাগরিকের উন্নতির জন্য এগিয়ে চলেছি।’ এরপরেই কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ বিরোধীদের নাম না করে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু রাজনৈতিক দল জনসেবার চেয়ে ক্ষমতার দিকেই বেশি মনোযোগী। যারা শুধু ক্ষমতায় আসার জন্য সারাদিন ছলনা করে বেরায়, তাদের জীবনে আদর্শ একটাই পরিবার কা সাথ, পরিবার কা বিকাশ।’
আরও পড়ুন-Modi on Varanasi gangrape: বারাণসীতে তরুণীকে ‘ধর্ষণ’ ২৩ জনের, বিমানবন্দরেই কঠোরতম ব্যবস্থার নির্দেশ মোদীর
এরপরেই প্রধানমন্ত্রী মোদী বারাণসীর পূর্বাঞ্চলে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আগে এই এলাকায় মানুষ প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাটুকুও ঠিক করে পেত না। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। আজকের কাশীতে চিকিৎসা ক্ষেত্রের নিরিখে টেক্কা দিতে পারবে যে কাউকে।’ তিনি আরও বলেন, ‘কাশী এখন পূর্বাঞ্চলের অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে। গত দশকে বারাণসী এবং আশেপাশের অঞ্চলের পরিকাঠামোর উন্নয়ন এবং সংযোগ স্থাপনের জন্য প্রায় ৪৫,০০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।’