
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিয়ে এখন সোশ্যাল মিডিয়া কনটেন্ট। বিয়ের হাজারো মজার ও রোম্যান্টিক ভিডিয়ো ভাইরাল হয় নেট দুনিয়ায়। আর সেই তালিকায় নবতম সংযোজন এক ভিডিয়ো।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, ছাদনাতলায় বসে হবু স্বামী-স্ত্রী। সেখানে দেখা যাচ্ছে, বিয়ের আয়োজন করতে করতে পুরোহিতের সঙ্গে টুকটাক গল্প করছেন বর। আর সেই সময়ে পুরোহিত তাঁকে জিজ্ঞেস করেন, 'সবচেয়ে বড় নেশা কী?' তার উত্তরে বর বাবাজি যা বললেন, তাতেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।আরও পড়ুন : গাড়ি না কিনেই চালান, কলকাতায় সাবস্ক্রিপশন প্ল্যান আনল Maruti Suzuki
উত্তরে কী বললেন বর? বললেন, 'ভোজন'। একটি শব্দেই বাজিমাত করলেন তিনি। অর্থাত্ এই বর বাবাজি যে বেশ খাদ্যরসিক, তা বলাই যায়। খাওয়া-দাওয়ার নেশাই যে সবচেয়ে বড় নেশা, সেটাই বললেন তিনি।
বরের উত্তর শুনে হেসে ফেললেন সকলে। হেসে ফেললেন পাশে বসে থাকা কনেও। দেখুন সেই মজার ভিডিয়ো।
আরও পড়ুন : অবিশ্বাস্য দাম! ৮ হাজার টাকারও কমে ৬ GB RAM-এর ফোন
6.88% Weekly Cashback on 2025 IPL Sports