অপারেশন সিঁদুরের পর থেকেই একের পর এক মিথ্যে দাবি করে আসছে পাকিস্তান। বারবার ছবি দেখিয়ে পাকিস্তানের সেই মিথ্যাচার সামনে এনেছে ভারত। তারপরেও যেন হুঁশ ফিরছে না তাদের। মিথ্যাচারের ভরসাতেই রয়েছে পাকিস্তান। ফের একবার তা সামনে এল। পাকিস্তানের অপারেশন বুনিয়ান-উন-মারসুসের একটি ছবি নিয়ে আবারও একবার হাসির খোরাকে পরিণত হলেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির।
আরও পড়ুন: ‘পাকিস্তান শান্তি চায়..’, বলেই গালভরা হুমকির বন্যা পাক সেনাপ্রধান আসিম মুনিরের!
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অপারেশন বুনিয়ান-উন-মারসুসের একটি ছবি উপহার দেন মুনির। তানিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় হাসির খোড়াকে পরিণত হয়েছে পাকিস্তান এবং মুনির। জানা গিয়েছে, সম্প্রতি ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়েছেন আসিম মুনির। এরপরই একটি হেভিওয়েট নৈশভোজের আয়োজন করে পাকিস্তান। সেখানে মুনীর ছাড়াও উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, বিদেশ মন্ত্রী ইসহাক দার, সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সেনা আধিকারিকরা। পাকিস্তানি সশস্ত্র বাহিনীকে সম্মান জানাতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। সেই নৈশভোজে শাহবাজকে এই ছবি উপহার দেন মুনির। সেই ছবিতে অপারেশন বুনিয়ানের সাফল্য দাবি করা হয়।
তবে আগের মিথ্যে দাবির মতো এবারের দাবিও যে মিথ্যে তা ফের প্রমাণিত হল। তাই নিয়ে পাকিস্তান এবং মুনিরকে ধুয়ে দিলেন নেটিজেনরা। আর পাকিস্তানের এই ছবি যে মিথ্যে তা প্রমাণ করলেন নেটিজেনরাই। তাও আবার গুগল সার্চের মাধ্যমে।
একজন এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন, ছবিটি একটি সাধারণ গুগল ইমেজ সার্চের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়েছে। আসলে যে ছবিটি শাহবাজকে দিতে দেখা গিয়েছে, সেটি হল একটি চিনা সামরিক মহড়ার ছবির। চিনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই ছবি শেয়ার করা হয়েছিল। সেটি ২০১৯ সালের এবং এতে পিএইচএল-০৩ দূরপাল্লার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী আসিম মুনীরকে ২০১৯ সালের চিনা সামরিক মহড়ার একটি ছবি উপহার দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের গৌরব বলে জাহির করছেন। পরিবর্তে, ভারত অপারেশন সিঁদুরের সময় নির্ভুল এবং শক্তির সঙ্গে হামলার প্রমাণ সরবরাহ করেছে। অস্বীকার, প্রতারণা এবং বিভ্রান্তি পাকিস্তানের রাষ্ট্রীয় নীতি হিসেবে রয়ে গিয়েছে।