পাকিস্তানি সশস্ত্র বাহিনী দাবি করেছে যে একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র সেই দেশের ভূখণ্ডে এসে পড়েছে। দাবি করা হচ্ছে ক্ষেপণাস্ত্রটি সুপারসনিক। তবে মিসাইলটি ‘আনআর্মড’ ছিল বলে দাবি করা হয়েছে। এদিকে পাকিস্তানের এই দাবি প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারত।
রাশিয়ার স্পুটনিক বার্তা সংস্থার খবর অনুযায়ী, পাকিস্তান দাবি করেছে, পাক ভূখণ্ডে পড়া ক্ষেপণাস্ত্রটি ভারতের হরিয়ানা রাজ্যের সিরসা থেকে উত্ক্ষেপিত হয়েছিল। পঞ্জাবের পাকিস্তান রাজ্যের মিয়া চান্নু শহরের আকাশে এই ক্ষেপণাস্ত্রটি নজরে আসে পাক বায়ুসেনার।
রুশ বার্তা সংস্থার খবর অনুযায়ী, পাকিস্তান সামরিক বাহিনীর এক কর্তা ঘটনা প্রসঙ্গে বলেছেন, ‘সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে পাকিস্তান এয়ার ফোর্সের এয়ার ডিফেন্স অপারেশন সেন্টার লক্ষ্য করে যে ভারতীয় ভূখণ্ড থেকে একটি উচ্চ-গতির বস্তু আকাশে উড়েছে। প্রাথমিক গতিপথ থেকে সরে গিয়ে বস্তুটি হঠাৎ করে পাকিস্তানি ভূখণ্ডের দিকে চলে যায় এবং পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে। অবশেষে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মিয়া চান্নুর কাছাকাছি চলে আসে সেটি।’
এদিকে এই বিষয়ে পাকিস্তানি সেনার দাবি, ক্ষেপণাস্ত্রটি ‘আর্মড’ ছিল না। অর্থাত্ হামলা চালানোর উদ্দেশে ক্ষেপণাস্ত্রটি লঞ্চ করা হয়নি। তবে আকাশ থেকে পড়ে এটি সাধারণের জানমালের ক্ষতি করেছে। এই বিষয়ে দিল্লির বক্তব্য জানতে চাইছে ইসলামাবাদ। যদিও ভারতের তরফে এই বিষয়ে কিছু বলা হয়নি।