মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে পাকিস্তানকে 'ডাম্পার ট্রাক' এবং ভারতকে 'চকচকে মার্সিডিজ' গাড়ি হিসেবে আখ্যা দিয়েছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। সাম্প্রতিক সময়ে এই বক্তব্য আন্তর্জাতিক মঞ্চে তীব্র আলোচনার বিষয় হয়ে উঠেছে।সমালোচনার মুখে ‘ফিল্ড মার্শাল’-র বক্তব্যের ব্যাখ্যা দিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।
ভারত ও পাকিস্তান মধ্যে সংঘাতের সময় মুনিরের নেতৃত্বের প্রশংসা করে পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত মে মাসে দুই দেশের মধ্যে সংঘর্ষের সময় পাকিস্তানে সফররত সৌদি আরবের প্রতিনিধিদলের কাছে ইসলামাবাদের বীরত্ব সম্পর্কে গর্ব করার জন্য ফিল্ড মার্শাল একই উপমা ব্যবহার করেছিলেন।লাহোর একটি সেমিনারে নকভি জানান, 'ফিল্ড মার্শাল তাদের বলেছিলেন, 'ভারত একটি চকচকে মার্সিডিজের মতো, কিন্তু আমরা পাথর বোঝাই একটি ডাম্পার ট্রাকের মতো। যদি তাদের মধ্যে সংঘর্ষ হয় তবে ফলাফল কী হবে তা কল্পনা করুন। এই কথা শুনে প্রতিনিধিদল চুপ হয়ে যায়।' এরপরেই সে দেশের জনগণের সামনে ভুয়ো বীরত্ব প্রকাশ করে পাক মন্ত্রী বলেন, 'রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছিল, কিন্তু কোনও ক্ষতি হয়নি। তবে আমাদের একটি ঘাঁটিতে ক্ষতি হয়েছিল। সেখানে বিমানবাহিনীর একজন সদস্য শহিদ হয়েছিলেন।'
পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য
সম্প্রতি অপারেশন সিঁদুরের পর দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান আসিম মুনির। পাকিস্তানের সেনাপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই ভারতের উদ্দেশ্যে পরমাণু হামলার হুঁশিয়ারি দেন। তবে নিজের পাকিস্তানের সঙ্গে ভারতের তুলনা করতে গিয়ে এমন এক তুলনা করে বসেন মুনির, যার জেরে নেটদুনিয়ায় নিজেই হাসির খোরাক হয়ে গিয়েছেন তিনি।বক্তৃতা দিতে গিয়ে পাকিস্তানকে ‘পাথর বোঝাই ট্রাক’ এবং ভারতকে ‘চকচকে মার্সিডিজ’-এর সঙ্গে তুলনা করেছেন। ফ্লোরিডা থেকে দেওয়া এই বার্তায় পাক সেনাপ্রধান আসলে বলতে চেয়েছেন পাকিস্তান অপ্রতিরোধ্য, অনেক বেশি ভারী ওজনের।তবে তুলনা টানতে গিয়ে ভারতকে ঝাঁ চকচকে মার্সিডিজ, আর নিজের দেশকে লজঝড়ে ট্রাক বলেছেন আসিম মুনির। যার ফলে নিজেই হয়ে গিয়েছেন হাসির খোরাক।
সোশ্যাল মিডিয়ায় ট্রোল
এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন মুনির। এক নেটিজেন বলেন, 'এই তুলনায় আসলে পাকিস্তানকেই তিনি ‘ডাম্প ট্রাক’ বলে স্বীকার করেছেন, যা এক ধরনের আত্ম-অপমান।' একজন ব্যবহারকারী লেখেন, 'মুনিরের বক্তব্যে একমাত্র সত্য হল, ভারত একটি মার্সিডিজ, আর পাকিস্তান একটি ডাম্প ট্রাক। বাকিটা কল্পনা।' আরেকজন লিখেছেন, 'অন্তত পাকিস্তান নিজেদের বাস্তবতা জানে… তারা ডাম্প ট্রাক ছাড়া অন্য কিছুই নয়। ব্যর্থ মার্শাল স্বীকার করলেন যে তারা কতটা করুণ অবস্থায় আছেন।' কেউ আবার এআই জেনারেটেড ছবি দিয়ে দেখানোর চেষ্টা করেছেন, মার্সিডিজ ও ডাম্প ট্রাকের সংঘর্ষে কী হতে পারে। একজন মজা করে লেখেন, 'প্রথমে ভেবেছিলাম এটা মজা। পরে বুঝলাম, না এটা আসলেই বলেছে! পাকিস্তান সত্যিই আসিম মুনিরের মতো সেনাপ্রধানকে ডিজার্ভ করে।'