পহেলগাঁও হামলার ১৫ দিনের মাথায় অবশেষে প্রত্যাঘাত কেঁপে উঠল পাকিস্তানের মাটি। মঙ্গলবার মাঝরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে অতর্কিতে হামলা চালাল ভারতীয় সেনাবাহিনী। ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে নিকেশ করা হয়েছে মোট ৯টি সন্ত্রাসবাদী ডেরাকে। নির্ভুল প্রত্যাঘাতে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনাবাহিনী। এই হামলায় কমপক্ষে ১০০ জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে সূত্রের খবর। তারপরই আজ বুধবার দুপুরে দেশের সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এবং শীর্ষ প্রশাসনের কর্তারাও উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর।
এদিকে গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। হিন্দু পর্যটকদের বেছে তাঁদের উপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। নাম, পরিচয় জেনে নিয়েই গুলি চালানো হয়। বাংলার তিনজন পর্যটকের প্রাণ গিয়েছিল। পহেলগাঁও এলাকায় নির্মম হামলার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল। মঙ্গলবার মাঝরাতে সেই হামলার জবাব দিয়েছে ভারত। পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে ভারতের সঙ্গে লাগলে তার ফল কেমন হয়। পাল্টা প্রত্যাঘাতে পাকিস্তান এখন দিশেহারা। এই ঘটনার পর রাজ্যজুড়ে মিষ্টি বিতরণ শুরু হয়েছে। রাজনৈতিক নেতা–নেত্রী থেকে শুরু করে বিশিষ্ট নাগরিকরা এক্স হ্যান্ডেলে খুশি প্রকাশ করছেন।
আরও পড়ুন: ‘আমাদের ভরসা ছিল, উচিত জবাব দিয়েছে’, অপারেশন সিঁদুরে খুশি শহিদ ঝন্টু শেখের পরিবার
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘অপারেশন সিঁদুর’ থেকে শুরু করে ‘জয় হিন্দ’। তার উপর ‘অপারেশন সিঁদুর’–এর সফল অভিযানের জেরে সেনাবাহিনীকে সাধুবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ–ই–মহম্মদ, লস্কর–ই–তৈবা এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত ৯টি জঙ্গিঘাটি ধ্বংস হয়েছে। ভারতের কড়া জবাবকে সমর্থন করেছেন দেশের মানুষজন। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘এই হামলা নিপুণ লক্ষ্যভিত্তিক। এমনভাবে মাপজোক করে জঙ্গি শিবিরে আঘাত হানা হয়েছে যাতে তার অভিঘাতে নতুন করে উত্তেজনা না বাড়ে। পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটিকে হামলা করা হয়নি। লক্ষ্য এবং কৌশল নির্বাচনের ক্ষেত্রে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।’
এছাড়া কোটলি, ভাওয়ালপুর এবং মুজফ্ফরাবাদে সফল অপারেশন চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। হিন্দু মহিলাদের কাছে সিঁদুরের পৃথক গুরুত্ব আছে। পহেলগাঁও হামলায় ভারতীয় মহিলাদের সিঁথির সিঁদুর মুছে যায়। তারপর এই পাল্টা জবাব দেওয়া হল। তাই এই আক্রমণের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’ যার অর্থ সিঁদুর। এই প্রত্যাঘাতের ঘটনা সামনে আসতেই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘ন্যায়বিচার মিলল। জয়হিন্দ।’ সীমান্তের ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক শুরু হয়েছে। আর রাজ্যগুলি হল—ঝাড়খণ্ড, পঞ্জাব, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, লাদাখ এবং উত্তরাখণ্ড।