সবকিছু ঠিকঠাক চলছিল। সব যাত্রী নিজের মতো ছিলেন। কেউ শুয়েছিলেন। কেউ বসেছিলেন। আচমকা ঝাঁকুনি হল। কয়েক মুহূর্তের মধ্যে সবকিছু অন্ধকার হয়ে গেল। অভিশপ্ত আপ করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার শেষমুহূর্তের ভিডিয়ো (পৃথকভাবে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সামনে এল। ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। যে ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। তবে ওই ভিডিয়োর বিষয়ে ভারতীয় রেলের তরফে কিছু জানানো হয়নি।
সোশ্যাল মিডিয়ায় ওই ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখে যতটা বোঝা যাচ্ছে, তাতে কোনও এসি কোচে সেই ভিডিয়ো করা হয়েছে। একজন ভিডিয়ো করছেন। ট্রেনের কোচে যা হচ্ছে, তা তাঁর ফোনের পিছনের ক্যামেরায় ধরা পড়ছে। তাতে দেখা গিয়েছে, রেলের এক কর্মী ওই কোচ পরিষ্কার করছেন। সাইড লোয়ারের আসনে একজন পা গুটিয়ে বসে আছেন। তারপর ওই রেলকর্মী অন্যদিকে পরিষ্কার করতে যান। সেইসময় এক মহিলা লোয়ার বার্থে গায়ে সাদা চাদর দিয়ে শুয়ে আছেন। তাঁর পায়ের কাছে এক খুদে আধশোয়া হয়ে আছে। তারপরই আচমকা ঝাঁকুনি হয়। ক্যামেরাও নড়ে যায়। অন্ধকার হয়ে যায় পুরোটা। এক মুহূর্তের জন্য ট্রেনের ভিতরে সাদা কিছু একটা দেখা যায়। তারপর ফের কালো হয়ে যায় পুরোটা।
গত শুক্রবার ওড়িশার বালোসোরের বাহানগা বাজার রেল স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে আপ শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস। রেল সূত্রে খবর, সেদিন মেন লাইন ধরে করমণ্ডল এক্সপ্রেসের বেরিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি লুই লাইনে ঢুকে যায় (রেলের প্রাথমিক তদন্ত অনুযায়ী, করমণ্ডলকে সিগন্যাল দিয়েও তুলে নেওয়া হয়েছিল, চালকের কোনও দোষ ছিল না বলে রেলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে)। যে লাইনে আকরিক লোহা বোঝাই মালগাড়ি ছিল। সেই মালগাড়িকে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস। যা প্রায় ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ছুটছিল।