হজরত মহম্মদ নিয়ে যে বিতর্কিত মন্তব্য করা হয়েছে, তা নয়াদিল্লির অবস্থান নয়। এমনই কথা স্পষ্টভাবে কাতারের বিদেশ মন্ত্রককে জানিয়ে দিল ভারতীয় দূতাবাস। যে দেশের তরফে ‘শাস্তি পাওয়া’ বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে ভারতীয় দূতকে তলব করা হয়েছিল। বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছিল।
রবিবার কাতারে ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তল জানিয়েছেন, যে বিতর্কিত মন্তব্য করা হয়েছে, তা ভারত সরকারের অবস্থান নয়। সেই মন্তব্য ভারত সরকারের মতাদর্শ নয়। সমাজের কোনও একটি অংশের মনোভাব সেটা। যাঁরা সেই অবমাননাকর মন্তব্য করেছিলেন, তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। সঙ্গে মিত্তল জানিয়েছেন, ভারত ও কাতারের সম্পর্কের বিরোধীরা সেই অবমাননাকর মন্তব্য নিয়ে উস্কানি দিচ্ছেন। ভারত-কাতারের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এরকম বিষয় যাতে প্রভাব ফেলতে না পারে, সেজন্য একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন মিত্তল।
আরও পড়ুন: হজরত মহম্মদের বিয়ে নিয়ে ‘বিতর্কিত মন্তব্য’, নেত্রীকে দল থেকে বের করল BJP
সম্প্রতি একটি তথ্যযাচাইকারী ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা মহম্মদ জুবায়ের বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপূর শর্মার একটি ভিডিয়ো টুইট করেছিলেন। জ্ঞানবাপী মসজিদ সংক্রান্ত একটি আলোচনাসভায় নুপূর বিতর্কিত মন্তব্য করেছেন বলে দাবি করা হয়। সেই ঘটনা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। সেই মন্তব্য নিয়ে সরব হয় পশ্চিম এশিয়ার একাধিক মহলও।