Nitish Kumar Slams BJP: উপরাষ্ট্রপতি না হতে পেরে জোট ভাঙেন নীতীশ? শুনে হাসছেন ‘সুশাসন বাবু’
1 মিনিটে পড়ুন Updated: 12 Aug 2022, 11:28 AM ISTবিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী দাবি করেছিলেন নীতীশকে উপরাষ্ট্রপতি না করায় জেডিইউ এনডিএ ছেড়েছে।
বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী দাবি করেছিলেন নীতীশকে উপরাষ্ট্রপতি না করায় জেডিইউ এনডিএ ছেড়েছে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বৃহস্পতিবার ফের একবার প্রাক্তন জোটসঙ্গী ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করলেন। পাশাপাশি বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে তা নিয়ে উপহাসও করলেন। এর আগে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী দাবি করেছিলেন নীতীশ কুমার উপরাষ্ট্রপতি হতে চেয়েছিলেন। সুশীলের দাবি, নীতীশকে উপরাষ্ট্রপতি না করাতেই জনতা দল (ইউনাইটেড) জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) ত্যাগ করে। যদিও সুশীলের এই দাবিকে হেসে উড়িয়ে দেন নীতীশ।
এই বিষয়ে নীতীশ বলেন, ‘একেবারে ভুয়ো দাবি। ...কী মজার কথা! আমার এমন কোনও ইচ্ছা ছিল না। তাঁরা কি ভুলে গিয়েছেন যে আমাদের দল তাদের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি প্রার্থীদের কতটা সমর্থন করেছিল? আমরা নির্বাচন শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম এবং তারপরেই আমরা আমাদের বৈঠক ডেকেছিলাম। তাঁরা আমার সম্পর্কে যতটা পারে মিথ্যা বলতে পারে। ওঁদের এসব কথা বলতে দিন। কে কি বলছে আমি তা চিন্তা করি না। তাছাড়া তাঁকে (সুশীল কুমার মোদী) কোনও পদ দেওয়া হয়নি। তিনি যদি আমার বিরুদ্ধে কথা বলে নিজের জায়গা পান, আমি আপত্তি করব না।’ এর আগে বুধবার সুশীল মোদী দাবি করেছিলেন যে নীতীশ কুমার উপরাষ্ট্রপতি হতে চেয়েছিলেন এবং বিজেপি মন্ত্রীদের কাছে নিজের অভিপ্রায়ের বার্তা পাঠিয়েছিলেন।
আরও পড়ুন: ‘জঘন্য খাবার’, মেসে ‘অখাদ্য রুটি’ দেখে কেঁদে ফেললেন পুলিশকর্মী, ভাইরাল ভিডিয়ো