বাংলা নিউজ > ঘরে বাইরে > Mega opposition meeting: বিরোধী জোটের আহ্বায়ক কে হবেন? মমতার পালে হাওয়া কম, বিরাট সিদ্ধান্ত পরের মিটিংয়ে
পরবর্তী খবর
Mega opposition meeting: বিরোধী জোটের আহ্বায়ক কে হবেন? মমতার পালে হাওয়া কম, বিরাট সিদ্ধান্ত পরের মিটিংয়ে
1 মিনিটে পড়ুন Updated: 24 Jun 2023, 12:00 AM ISTSatyen Pal
Mega opposition meeting, আসন ভাগাভাগি কীভাবে হবে? বড় সিদ্ধান্ত পরের মিটিংয়ে।
মমতা বন্দ্যোপাধ্য়ায়, রাহুল গান্ধী সহ অন্যান্যরা (HT Photo)
অনির্বান গুহ রায়
লক্ষ্য লোকসভা ভোট। আর শুক্রবার পাটনায় মেগা বিরোধী জোটের মিটিং। তবে জুলাই মাসে আবার মিটিং ডাকা হয়েছে শিমলায়। সূত্রের খবর, সেখানে বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ কর্মসূচি নেওয়া সহ নানা রণকৌশল নিয়ে আলোচনা হবে।
সূত্রের খবর, নীতীশ কুমারের বাড়ির মিটিংয়ে এদিন ১৫টি বিরোধী দলের প্রতিনিধিরা হাজির ছিলেন। কীভাবে আসন সমঝোতা হবে সেব্যাপারে রাজ্যভেদে আলাদা ছবি হতে পারে।
নেতৃত্বের একাংশের মতে, এই প্রস্তাবিত ফ্রন্টের কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। এখানে আহ্বায়ক কে হতে পারেন তা নিয়েও কথা হয়েছে। তবে জল্পনা হচ্ছে, নীতীশ কুমার আহ্বায়ক হতে পারেন। পরের শিমলার মিটিং ১০-১২ জুলাই ।
আপ বিতর্ক
এদিকে জোটের মিটিংয়ের মধ্য়েই আপকে নিয়ে আবার নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। আসলে দিল্লির প্রশাসনিক কাজে নিয়ন্ত্রণ আনার জন্য অর্ডিন্য়ান্স আনতে চাইছে কেন্দ্র। তারই বিরোধিতা করেছে আপ। তবে এনিয়ে কংগ্রেসের অবস্থান এখনও ধোঁয়াশা। এটা নিয়েই মিটিংয়ে প্রশ্ন তুলেছিলেন আপ সুপ্রিমো কেজরিওয়াল।
পরে বিবৃতি দিয়ে আপ জানায় কংগ্রেস ছাড়া ১১টি বিরোধী দল যারা রাজ্য সভায় রয়েছে তারা কেন্দ্রের এই নীতির বিরোধিতা করছে। কেন কংগ্রেস নীরব রয়েছে তাতে বাস্তবে তাদের মতলবটা কী সেটা বোঝা যাচ্ছে না। জানিয়েছে আপ। খবর এএনআই সূত্রে।
এদিন আসন সমঝোতা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে প্রাথমিকভাবে ঠিক হয়েছে রাজ্যভেদে সমীকরণটা আলাদা হতে পারে। সেই সমীকরণটা ঠিক কেমন হবে তা নিয়ে সংশয়টা এখনও যায়নি।
সিপিআই এমএল( লিবারেশন) জেনারেল সেক্রেটারি দীপঙ্কর ভট্টাচার্য জানিয়েছেন, 'বিরোধী ঐক্য়ের ক্ষেত্রে শুরুটা ভালো হল।বিরোধীদের ভোট ৬৩ শতাংশ। আর বিজেপির ৩৭ শতাংশ। আমরা যদি এক হয়ে লড়াই করি তবে বিজেপির ভোট ২০ শতাংশে নামিয়ে আনব। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত, সাংবিধানিক সংস্থাকে দুর্বল করে দেওয়ার মতো যে অপচেষ্টা হচছে তার বিরুদ্ধে লড়াই আন্দোলন হবে। '