Lalu Prasad Yadav Questioned by CBI: রাবড়ির পর লালু, ‘রেলের চাকরির বদলে জমি’ কেলেঙ্কারি মামলায় RJD প্রধানকে জেরা CBI-এর
1 মিনিটে পড়ুন Updated: 07 Mar 2023, 12:45 PM ISTনয়াদিল্লিতে আরজেডি সাংসদ মিসা ভারতীর বাড়িতে গিয়ে তাঁর বাবা লালু প্রসাদ যাদবকে জেরা করছেন সিবিআই আধিকারিকরা। জমির বদলে রেলের চাকরি মামলায় গতকালই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। সেখানে তাঁরা রাবড়ি দেবীকে জেরা করেন বলে জানা গিয়েছে।
আরজেডি সাংসদ মিসা ভারতীর বাড়িতে গিয়ে তাঁর বাবা লালু প্রসাদ যাদবকে জেরা করছেন সিবিআই আধিকারিকরা।