৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে গোটা দেশ। ভারতের বাইরেও বিদেশে থাকা প্রবাসী ভারতীয়দের কাছে ১৫ অগস্ট স্বাধীনতা দিবস। তাই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী ভারতীয়রা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশের স্বাধীনতা দিবস উদযাপন করে থাকেন। তেমনই অস্ট্রেলিয়ার মেলবোর্নে কনসাল জেনারেলের বাইরে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছিল প্রতি বছরের মতো এই বছরও। কিন্তু সেই বর্ণাঢ্য অনুষ্ঠান ব্যাহত হল খলিস্তানি গোষ্ঠীর দ্বারা।
আরও পড়ুন-মার্কিন রক্তচাপ বৃদ্ধি! স্বাধীনতা দিবসে 'বন্ধু' মোদীকে শুভেচ্ছা পুতিনের
দ্য অস্ট্রেলিয়া টুডের প্রতিবেদন অনুসারে, ভারতীয় নাগরিকরা কনস্যুলেটের বাইরে শান্তিপূর্ণভাবে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য জমায়েত হয়েছিলেন। ঠিক তখনই খলিস্তানপন্থীরা খলিস্তানি পতাকা নিয়ে এসে অনুষ্ঠানে ব্যাঘাত ঘটায়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ঘটনার একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, দুটি গোষ্ঠীর মধ্যে মৌখিক বাকবিতণ্ডা চলছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি খলিস্তানের পক্ষে স্লোগান তোলে। পাল্টা স্লোগান দেন প্রবাসী ভারতীয়রা। তাঁরা দেশাত্মবোধক গান গেয়ে নিজেদের অবস্থান রক্ষা করেন। যদিও ওই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।প্রতিবেদন অনুসারে, অস্ট্রেলিয়ার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতিকে আরও উত্তপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করে। পরে 'ভারত মাতা কি জয়' এবং 'বন্দে মাতরম' ধ্বনির মধ্য দিয়ে কনস্যুলেটে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করা হয়।
আরও পড়ুন-মার্কিন রক্তচাপ বৃদ্ধি! স্বাধীনতা দিবসে 'বন্ধু' মোদীকে শুভেচ্ছা পুতিনের
অস্ট্রেলিয়ার বোরোনিয়ায় খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীরা স্বামীনারায়ণ মন্দিরের অবমাননা করার কয়েক সপ্তাহ পরেই স্বাধীনতা দিবসের দিন এই হট্টগোল শুরু হয়। মন্দিরের দেয়ালে ঘৃণ্য স্লোগান স্প্রে করে রঙ করা হয়েছিল, যেখানে লেখা ছিল, 'বাড়ি যাও বাদামী মেয়ে।' উপরন্তু, কাছাকাছি এশিয়ান পরিচালিত রেস্তোরাঁগুলিকে অ্যাডলফ হিটলারের অনুরূপ বার্তা এবং প্রতিকৃতি দিয়ে বিকৃত করা হয়েছিল।অস্ট্রেলিয়াতে ততখানি না হলেও নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির শাসনামলে কানাডায় খলিস্তানি জঙ্গিদের কার্যকলাপ অব্যাহত রয়েছে। খলিস্তানি নেতা হরদীপ সিং নিজরের সমর্থকরা সারেতে একটি 'দূতাবাস' স্থাপন করেছে বলে খবর। খলিস্তানের সমর্থকরা এই দূতাবাসাটি গুরুনানক শিখ গুরুদুয়ারার কমিউনিটি সেন্টারের একটি অংশে নির্মিত হয়েছে।