স্নেহাশিস রায়
ভারত জোড়়ো যাত্রায় অংশ নিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। রাহুল গান্ধী সহ দলের অন্য়ান্যদের সঙ্গে তিনি বৃহস্পতিবার এই পদযাত্রায় শামিল হয়েছিলেন। কর্ণাটকের মান্ডিয়াতে এদিন থেকে ফের শুরু হয় পদযাত্রা। কংগ্রেসের তরফে টুইট করে জানানো হয়েছে, অত্যাচারী শক্তির বিরুদ্ধে আরও শক্তিবৃদ্ধি হচ্ছে। সোনিয়া গান্ধীও এই পদযাত্রায় অংশ নিচ্ছেন।
ভোর সাড়ে ৫টা পতাকা উত্তোলনের মাধ্যমে এদিন পদযাত্রা শুরু হয়। কংগ্রেস এমপি জয়রাম রমেশ জানিয়ে দিয়েছিলেন, প্রায় ঘণ্টাখানেক বাসে চেপে এসে সোনিয়া গান্ধীও এই পদযাত্রায় অংশ নেবেন।
সোমবারই কর্ণাটকে চলে এসেছিলেন সোনিয়া গান্ধী। রাহুল গান্ধীর পাশেই তাঁকে হাঁটতে দেখা যায়।
৫অক্টোবর তিনি বেগুর গ্রামে ভীমানাকোল্লি মন্দিরে গিয়ে প্রার্থনা করেছিলেন। কংগ্রেস সাংসদ রণদীপ সূর্যেওয়ালা জানিয়ে দেন,ফারাকটা খুব পরিষ্কার। ৫৬ ইঞ্চি হিমাচল প্রদেশে ভোট টানতে রঙচঙে সভা করছেন। আর সোনিয়া গান্ধী অত্যন্ত সাধারণভাবে প্রার্থনা করছেন।